ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ২৯ মার্চ ২০২৫

English

বিদেশ

স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১৯:৪০, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৪৬, ২৬ মার্চ ২০২৫

স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা

সংগৃহীত ছবি

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুধবার (২৬ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন এই তথ্য জা‌নিয়েছে।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ভারত সরকার, জনগণ এবং ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমুখী, যা বাণিজ্য, বহুমুখী যোগাযোগ, উন্নয়ন সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা ও জনসাধারণের পারস্পরিক বিনিময়ের মতো বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ ও ‘অ্যাক্ট ইস্ট’ নীতি, সাগর মতবাদ এবং ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ।

ভারত বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও অগ্রসরমান দেশ হিসেবে দেখতে চায় ব‌লেও বার্তায় উল্লেখ ক‌রেন রাষ্ট্রপতি দ্রৌপদী।

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশের জাতীয় দিবসে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই দিনটি আমাদের অভিন্ন ইতিহাস ও আত্মত্যাগের প্রতিফলন, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি গড়ে তুলেছে।

মো‌দি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের পথ প্রদর্শক হিসেবে কাজ করে আসছে এবং এই সম্পর্ক বহু ক্ষেত্রে বিকশিত হয়েছে, যা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। আমরা পারস্পরিক স্বার্থ ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে আমাদের অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
 

//এল//

চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ঈদের চাঁদ দেখা যায়নি বিশ্বের বৃহৎ মুসলিম দেশে

সচিবালয়ে কর্মরতদের রেশন দেবে সরকার

নগরে ভূমিকম্প মারাত্মক বিপর্যয় ডেকে আনবে: আইপিডি 

শিল্পকলায় চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান

লঞ্চে চলাচলের সময় আবর্জনা নদীতে না ফেলার নির্দেশ 

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

জনগণের স্বার্থে রাজপথে নামার হুঁশিয়ারি ফখরুলের

ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া, থাকছে ৪ স্তরের নিরাপত্তা

মিয়ানমারের মতো বাংলাদেশেও বড় মাত্রার ভূমিকম্পের শঙ্কা

স্পেনে গোলাপগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর ইফতার 

সত্যেন সেনের ১১৮তম জন্মবার্ষিকীতে দুর্গম পথে দুর্দম গতিতে চলার প্

 নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় স্কুল ছাত্র খুন: পুলিশ

আজকের শিশুরা পৃথিবীর বুকে বাংলাদেশকে আলোকিত করবে: শারমীন এস মুরশিদ

ডাব পাড়তে ডেকে নিয়ে ভাতিজাকে হত্যা, চাচা আটক