ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ১৮ মার্চ ২০২৫

English

বিদেশ

২ মার্চের পর গাজায় কোনো খাদ্যসহায়তা ঢোকেনি: জাতিসংঘ

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১২:৩১, ১৮ মার্চ ২০২৫

২ মার্চের পর গাজায় কোনো খাদ্যসহায়তা ঢোকেনি: জাতিসংঘ

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের জন্য ২ মার্চের পর থেকে টানা ১৬ দিন কোনো খাদ্যসহায়তা প্রবেশ করেনি বলে জানিয়েছে জাতিসংঘের আওতাধীন বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। 
সংস্থাটি গাজার ওপর আরোপ করা পূর্ণাঙ্গ অবরোধ তুলে নিতে আবারও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

রোববার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডব্লিউএফপি বলেছে, গাজায় ২ মার্চের পর থেকে কোনো খাবার প্রবেশ করেনি। সেখানে মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য সরবরাহের জন্য সব কটা সীমান্ত ক্রসিং বন্ধ রাখা হয়েছে। 

সেই হিসাবে, আজ (১৮ মার্চ) অবধি টানা ১৬ দিন ধরে গাজাবাসীর জন্য কোনো ধরনের খাদ্যসহায়তা পাঠাতে পারেনি মানবিক সহায়তা দেওয়া সংস্থাগুলো।

পোস্টে ডব্লিউএফপি আরও বলেছে, সরবরাহ-সংকটের জেরে গাজায় নিত্যপণ্যের দাম অনেকটাই বেড়ে গেছে।  কিছু প্রধান পণ্যের দাম ২০০ শতাংশের বেশি বেড়ে গেছে।

এদিকে মঙ্গলবার (১৮ মার্চ) কাতারভিত্তিক টেলিভিশন আলজাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।  এতে কমপক্ষে ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে।  আহত হয়েছেন আরও বহু মানুষ।  চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটিই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়।  এতে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন।  ২৫১ জনকে জিম্মি করা হয়। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল।

//এল//

সংখ্যালঘুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়: প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎ

অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি’

নজরুল ইসলাম খানের স্ত্রী মারা গেছেন

‘বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি’

নবাবগঞ্জে মূল্যবোধ, শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ

স্বর্ণের দামে নতুন রেকর্ড

আরসা প্রধান আতাউল্লাহ ৫ সহযোগীসহ গ্রেফতার

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনা বৃহস্পতিবার থেকে

ভোজ্যতেলে ফের করসুবিধা চায় ট্যারিফ কমিশন

​​​​​​​তসলিমাকে রাজ্যে ফেরানোর আর্জি বিজেপি সাংসদের

কানাডার প্রধানমন্ত্রী প্রথা ভেঙ্গে প্রথম বিদেশ সফরে ইউরোপে

তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া

শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা ফ্রিজ

নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ