ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ১৮ মার্চ ২০২৫

English

বিদেশ

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা, নিহত বেড়ে ২০০

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১০:৩২, ১৮ মার্চ ২০২৫

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা, নিহত বেড়ে ২০০

সংগৃহীত ছবি

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ।


মঙ্গলবার (১৮ মার্চ) কাতারভিত্তিক টেলিভিশন আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

চ্যানেলটি তাদের সরাসরি সম্প্রচারিত আপডেটে জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে ইসরায়েল এবং এরপর অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে বিমান হামলা শুরু করেছে। বর্বর এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২০০ জন ফিলিস্তিনি নিহত এবং অন্যান্য আরও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটিই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।


এদিকে, বিমান হামলায় হামাস কমান্ডার এবং রাজনৈতিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। 

ইসরায়েলের সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র আন্দোলনের জ্যেষ্ঠ ব্যক্তিত্বদের লক্ষ্য করে সর্বশেষ এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রভিদের মতে, হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েল গাজায় আবারও সামরিক অভিযান শুরু করেছে বলে জানানো হয়েছে।

ছয় সপ্তাহ ধরে চলা প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে ইসরায়েল প্রবেশ করতে অস্বীকৃতি জানানোর পর প্রেক্ষাপটে এখন ইসরায়েল এবং হামাস মধ্যস্থতামূলক আলোচনায় রয়েছে।

এ ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় ব্যাপকভাবে আক্রমণ চালাচ্ছে। তারা বলেছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে (ইসরায়েলি সামরিক বাহিনী) এবং শিন বেইট গাজা উপত্যকা জুড়ে সন্ত্রাসী সংগঠন হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে আক্রমণ করছে।
 

//এল//

কানাডার প্রধানমন্ত্রী প্রথা ভেঙ্গে প্রথম বিদেশ সফরে ইউরোপে

তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া

শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা ফ্রিজ

নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

‘সংখ্যালঘু নির্যাতন বিদেশিদের যেভাবে বলছেন, সেই মাত্রায় নেই’

ইফতারের সংকট

ধর্ষণের শিকার ভুক্তভোগীর পরিচয় প্রকাশ না করার নির্দেশ

ফিল্মফেয়ার পুরস্কার জিতলেন জয়া

দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন

২ মার্চের পর গাজায় কোনো খাদ্যসহায়তা ঢোকেনি: জাতিসংঘ

তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানাল বাংলাদেশ

সিলেটে বিএনপির ইফতারে  যুব মহিলা লীগ নেত্রী, সমালোচনার ঝড়

হরিপুরে ঘুষের টাকাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর আটক

আসছে নতুন রাজনৈতিক দল: নেতৃত্বে কারা, উদ্দেশ্য কী

রোজায় শরীরের ক্লান্তি দূর করতে যা করতে পারেন