ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ২৪ ফেব্রুয়ারি ২০২৫

English

বিদেশ

ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিলেন না নেতানিয়াহু

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১২:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিলেন না নেতানিয়াহু

সংগৃহীত ছবি

গাজায় আটক ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেয়ার কথা থাকলেও তা অমান্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের ‘অপমানজনক অনুষ্ঠানের’ মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেয়া হয়েছে। তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে না। খবর রয়টার্স

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে জিম্মিদের অসম্মান করা হয়েছে। এছাড়া অপপ্রচারের জন্য জিম্মিদের নিন্দনীয়ভাবে ব্যবহার করার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত শনিবার যেসব ফিলিস্তিনি মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়েছিল, তাদের ছাড়া হবে না।’


দীর্ঘ প্রায় ১৬ মাস রক্তাক্ত সংঘাতের পর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। এরপর থেকে যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী ২৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মুক্তির সময় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

এর আগে বৃহস্পতিবার চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। তবে ওই দিন শিরি বিবাসের মরদেহের পরিবর্তে আরেক জনের দেহ হস্তান্তর করা হয়েছিল। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। অবশ্য পরদিন শিরি বিবাসের মরদেহ হস্তান্তর করা হয়।

চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপ ৪২ দিনের। এই সময়ে মোট ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ১ হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তারপর দ্বিতীয় ও তৃতীয় ধাপ শুরুর কথা রয়েছে। তবে বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিতে যেতে আগ্রহী নন নেতানিয়াহু।

//এল//

সাংবাদিক মীর আফরোজ জামানকে হুমকি: ডিইউজের নিন্দা

উৎপাদনে ফিরলো সরিষাবাড়ীর যমুনা সার কারখানা 

মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করবে

প্রধান উপদেষ্টা বরাবর কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার দুটি ডেডলাইন দিয়েছে: সিইসি

নোয়াখালীতে ব্যবসায়ীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

বিচ্ছিন্ন দ্বীপসমূহের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের তৈরি পোশাক খাতে দ্রুত জ্বালানি রূপান্তরের উদ্যোগ গ্রহণ

পাটের ব্যাগের ব্যাপক প্রচলন  ও ব্যবহারের ওপর গুরুত্ব উপদেষ্টাদের

‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন হাসিনা

‘নারীরা ঘরের মধ্যেও নিরাপদ বোধ করছেন না’

মঙ্গলবার উপদেষ্টার পদ ছাড়বেন নাহিদ

২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা

বিভিন্ন স্থানে ধর্ষণ: প্রতিবাদে আসাদ গেটে ছাত্র-জনতার সড়ক অবরোধ

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ