ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ২১ ফেব্রুয়ারি ২০২৫

English

বিদেশ

ট্রাম্প-মোদি বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: ভারত

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ২০:১৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ট্রাম্প-মোদি বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: ভারত

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেছেন। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে ট্রাম্প ও মোদির বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। 

ট্রাম্প ও মোদির বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে ওয়াশিংটনে সাংবাদিকদের ব্রিফ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান, বাংলাদেশ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী (মোদি) তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তার উদ্বেগ এবং ভারত কীভাবে এই পরিস্থিতি দেখে তা জানিয়েছেন।
বাংলাদেশ নিয়ে ভারতের প্রত্যাশার কথাও ট্রাম্পের কাছে মোদি তুলে ধরেছেন বলে জানান মিশ্রি। তিনি বলেন, আমরা আশা করি, বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে যাবে যাতে আমরা গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্কের দিকে যেতে পারি। কিন্তু সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে এবং প্রধানমন্ত্রী (মোদি) প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন।
এর আগে, ট্রাম্প-মোদির বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়। এক ভারতীয় সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী? কারণ, এটা স্পষ্ট যে, বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল।
জবাবে ট্রাম্প বলেন, বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্যি বলতে, শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে। কিন্তু আমি বাংলাদেশ (প্রসঙ্গটি) প্রধানমন্ত্রীর (মোদি) কাছে ছেড়ে দিচ্ছি। 
তবে মোদি এই বিষয়ে পরে আর কোনো ব্যাখ্যা দেননি সংবাদ সম্মেলনে।

//এল//

হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের,  শুভসূচনা ভারতের

শহীদ মিনারে রাষ্ট্রপতির আগমন ঠেকাতে ‘ব্লকেড’ ঘোষণা

‘দেশে যেন স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে’

সোনার দাম আরও বাড়লো

সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা

বিদ্রোহীদের বাদ দিয়েই নারী ফুটবল দল ঘোষণা

তিন নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ ডিসি বাধ্যতামূলক অবসরে

দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না: ফখরুল

চ্যাম্পিয়নস ট্রফিতে জাকের-হৃদয়ের ইতিহাস

অমর একুশে গ্রন্থমেলায় রিয়াজুল হকের ‘দ্য আর্ট অব পিস’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান মহিলা পরিষদের

শব্দদূষণকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: পরিবেশ সচিব 

দরিদ্র নারীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে: বিএনপিএস

ইসলামী ব্যাংকের বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

উত্তরায় চীনা নাগরিক হত্যা: সহকর্মীরা বিদেশ পালালেন