ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ২৭ জানুয়ারি ২০২৫

English

বিদেশ

ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ‘ইউক্রেন সংকট’ এড়ানো যেত: পুতিন

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ০৮:৫৯, ২৭ জানুয়ারি ২০২৫

ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ‘ইউক্রেন সংকট’ এড়ানো যেত: পুতিন

সংগৃহীত ছবি

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালানোর আদেশের বিষয়ে ইঙ্গিত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমি (ট্রাম্পের) সঙ্গে একমত যে ২০২০ সালে যদি তার বিজয় ছিনিয়ে নেওয়া না হতো তাহলে ২০২২ সালে ইউক্রেনে যে সংকট দেখা দিয়েছিল তা হয়তো হতো না।

গত শুক্রবার রাশিয়ার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেন। এর আগে ট্রাম্পও দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না। বিষয়টি নিয়ে শুক্রবার প্রথমবারের মতো ট্রাম্পের সুরে কথা বললেন পুতিন।


সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে এই সংকট নিয়ে আলোচনা করতে প্রস্তুত তিনি।


দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বলছিলেন, তিনি এক দিনেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর এ সমস্যা সমাধানে তার ইউক্রেন ও রাশিয়াবিষয়ক বিশেষ দূত কেইথ কেলোগকে ১০০ দিন সময় দিয়েছেন। তবে ইউক্রেনে কীভাবে শান্তি ফেরানো যায় তা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায়নি।


তবে চলতি সপ্তাহে ট্রাম্প বলেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে জানিয়েছেন তিনি যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তি চান। এ জন্য পুতিনকেও একটি সমাধান খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি।


গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও কথা বলেন। তিনি বলেন, আমি মনে করি, রাশিয়ার উচিত একটি চুক্তি করা। হয় তো তারাও একটি চুক্তি করতে চায়। আমি যা শুনেছি, তা থেকে মনে হয় পুতিন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইবেন। যত দ্রুত সম্ভব আমরা বৈঠক করব।


অন্যদিকে, ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও আগ্রহী বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, রাশিয়া যেকোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত। এ বিষয়ে আলাপ–আলোচনার প্রয়োজন আছে, আমরা সব সময় এ কথা বলে আসছি। আমি এ বিষয়ে আবারও জোর দিয়ে বলছি যে আমরা ইউক্রেন নিয়ে আলোচনা করতে প্রস্তুত।

//এল//

ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ৭ কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম 

৪৪তম বিসিএসে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

শেষ হলো ৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী

শুরু হচ্ছে জাতীয় পিঠা উৎসব

পলিথিন, বায়ুদূষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য

লালমাই পাহাড় ধ্বংসের বিষয়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশনা

তামান্না ইসনাইন-এর ‘অবশেষে এলে তুমি’

রিক-এর ‘আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব’ প্রকল্প চালু

সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর বিষয়টি নিয়ে যা জানা গেল

‘ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না’ 

নিখোঁজের ৭ দিন পর শিশুর মরদেহ উদ্ধার 

১০ বিষয়ে একমত বিএনপি-ইসলামী আন্দোলন

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

হলমার্ক মামলায় কারাগারে এস কে সুর