ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ২৫ জানুয়ারি ২০২৫

English

বিদেশ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়:

বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ২১:০৭, ২৪ জানুয়ারি ২০২৫

বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ

সংগৃহীত ছবি

ভারত বলেছে, বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজার রাখা। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে এমনভাবে উন্নীত করতে চাই যেন দুই দেশের জনগণের ভালো হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেছেন।


তিনি বলেন, ভারত দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় এবং এই সম্পর্ক ‘স্বতন্ত্র’, যা অন্যান্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না। আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই।


বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সম্পর্কোন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল এ মন্তব্য করেন।


এদিকে, সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে ভারত বাংলাদেশের কাছে ‘গঠনমূলক সহযোগিতার মনোভাব’ আশা করে বলেও উল্লেখ করেন তিনি।


আগামী মাসে নয়াদিল্লিতে বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠকের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র বলেন, প্রস্তাবিত বৈঠক নিয়ে আলোচনা হয়েছে তবে এর তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।


সীমান্ত বেড়া দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, সীমান্ত সুরক্ষিত করতে বেড়া দেওয়ার বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সমঝোতা আছে। আমরা আশা করি বাংলাদেশ গঠনমূলক সহযোগিতার মনোভাব নিয়ে বিষয়টি দেখবে। উভয় পক্ষেরই এই সমঝোতা বাস্তবায়ন করা উচিত।


তিনি বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এ অঞ্চলের সব ঘটনার ওপর আমরা নিবিড়ভাবে খেয়াল রাখছি। আমরা সবকিছুই পর্যবেক্ষণ করি এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি।

//এল//

বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ

পিরোজপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটি গঠন

বরিশাল সিটি করপোরেশনে টিসিবির ৬০ হাজার কার্ড বাতিল

আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা

ইসির নিয়োগ পরীক্ষা স্থগিত

আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা, এসিসহ আহত ৫

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৩০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত

গৃহকর্মীদের কল্যাণে অংশীজনদের ভূমিকা গুরুত্বপূর্ণ পদক্ষেপ

‘পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে’ 

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ

‘কিংস পার্টি’ গঠন নিয়ে শঙ্কা রিজভীর

খোঁজ মিলেছে রুবিনাকে হেনস্তা করা সেই গাড়ি মালিকের

আগামী সপ্তাহে নিলামে উঠছে ২৪ এমপির গাড়ি 

চাল-মুরগির দামে অস্বস্তি

৭৪ বছর বয়সে ডিম পাড়ল অ্যালবাট্রস পাখি