ছবি সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরের এক নারীর অভিযোগে উঠে এসেছে নারকীয় নির্যাতনের কাহিনি। তার স্বামী, যিনি সৌদি আরবে কর্মরত, বন্ধুদের দিয়ে তাকে ধর্ষণ করাতেন এবং সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করতেন। পরবর্তীতে বিদেশে বসে সেই ভিডিও উপভোগ করতেন তিনি।
৩৫ বছর বয়সি ওই নারী জানান, গত তিন বছর ধরে তিনি এই নির্যাতনের শিকার হয়েছেন। অভিযোগ অনুযায়ী, তার স্বামী টাকা নিয়ে বন্ধুদের বাড়িতে পাঠিয়ে তার ওপর অত্যাচার চালাতেন। এই বর্বরতার ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, তখন আর সহ্য করতে না পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
ওই নারীর ২০১০ সালে বিয়ে হয় এবং তাদের চারটি সন্তান রয়েছে। স্বামী বছরে দু-একবার দেশে এলেও তার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ছিল না। তিন বছর আগে স্বামী একবার দেশে এসে বন্ধুদের দিয়ে তাকে ধর্ষণ করানোর পর থেকেই নির্যাতন চরমে ওঠে।
বুলন্দশহরের পুলিশ সুপার শ্লোক কুমার জানান, ‘আমরা এই অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছি। ঘটনাগুলো তিন বছর আগে শুরু হলেও প্রমাণ সংগ্রহ ও বিশদ তদন্ত চলছে।’
এই ভয়াবহ ঘটনার খবর প্রকাশ্যে আসতেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। তদন্ত শেষ হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি উঠছে।
ইউ