ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০৮ জানুয়ারি ২০২৫

English

বিদেশ

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ২৩:০৪, ৬ জানুয়ারি ২০২৫

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

সংগৃহীত ছবি

জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি) দেশটির রাজধানী অটোয়ায় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি।

জাস্টিন ট্রুডো বলেন, দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি।


লিবারেল পার্টির নেতা ট্রুডো ৯ বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর সফলতার পেছনে পরিবারের ভূমিকা রয়েছে। গত রাতে নৈশভোজের সময় সন্তানদের কাছে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান।

ট্রুডো ২০১৫ সালে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করে প্রথমবার কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এরপর প্রায় এক দশক ধরে দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। সর্বশেষ ২০২১ সালে ট্রুডোর নেতৃত্বে তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে লিবারেল পার্টি। আগামী ২০ অক্টোবরের মধ্যে কানাডায় নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে দলীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হলেন ট্রুডো।

পদত্যাগের জন্য বিরোধীদের পাশাপাশি নিজ দলের মধ্য থেকেও ট্রুডোর ওপর চাপ বাড়ছিল। এখন ট্রুডোর উত্তরসূরি কে হতে পারেন, তা নিয়ে আলোচনা চলছে। সেই তালিকায় ট্রুডোর সরকারের সাবেক উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা মার্ক কারনির নাম আলোচনায় রয়েছে।

সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড গেল ডিসেম্বরের মাঝামাঝিতে পদত্যাগ করেন। এরপর থেকে পদত্যাগের জন্য ট্রুডোর ওপর চাপ বাড়তে থাকে।

সূত্র: বিবিসি।

//এল//

টিউলিপের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে  বিএফআইইউর চিঠি

স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের ২২ ফ্ল্যাট, বাড়ি ও জমি জব্দের নির্দেশ

স্টলভাড়া কমানোর দাবি প্রকাশকদের

পোস্টারে ‘জুলাই অভ্যুত্থান’ প্রদর্শনীর উদ্বোধন 

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

বিমানবন্দরের পথে খালেদা জিয়া

সাঁওতাল নারী লাঞ্ছনা ও বাড়িত অগ্নিকান্ড: শাস্তি দাবি ৪৭ নাগরিকের

‘নকশীকাঁথার জমিন’ এর বিশেষ প্রদর্শনী

শিল্প খাতে গ্যাসের দাম দেড়গুণ বাড়তে পারে

অধ্যাপক আনিসুর রহমানের প্রয়াণে শিল্পকলার শোক 

দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক গণতন্ত্রীকরণের উপর গুরুত্বারোপ

নতুন বই নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা

ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় প্রাণহানি ৫