ছবি সংগৃহীত
পোপ ফ্রান্সিস সোমবার (৬ জানুয়ারি) ভ্যাটিকানের একটি গুরুত্বপূর্ণ অফিসের প্রধান হিসেবে প্রথম নারী নিয়োগ দিয়েছেন। তিনি ইতালির একজন সন্ন্যাসিনী, সিস্টার সিমোনা ব্রামবিল্লাকে ক্যাথলিক চার্চের সমস্ত ধর্মীয় আদেশের দায়িত্বপ্রাপ্ত বিভাগের প্রিফেক্ট হিসেবে নিয়োগ দিয়েছেন।
এই নিয়োগ ফ্রান্সিসের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে, এতে করে চার্চের শাসন পরিচালনায় নারীদের আরো নেতৃত্বের সুযোগ দেয়া। যদিও কিছু ভ্যাটিকান অফিসে নারীদের ২ নম্বর পদে নিয়োগ দেয়া হয়েছে, তবে এর আগে কখনো কোনো নারী ভ্যাটিকান ডিসকাস্ট্রি বা পবিত্র সী কুরিয়া ক্যাথলিক চার্চের কেন্দ্রীয় শাসক সংস্থার কোনো ডিসকাস্ট্রি বা কংগ্রিগেশনের প্রিফেক্ট হিসেবে নিয়োগ পাননি।
ব্রামবিল্লার নিয়োগের ঐতিহাসিক গুরুত্ব ভ্যাটিকান মিডিয়া নিশ্চিত করে উল্লেখ করেছে যে তারা প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ‘সিস্টার সিমোনা ব্রামবিল্লা ভ্যাটিকানে প্রথম নারী প্রিফেক্ট।’
নিয়োগের নতুনত্ব এবং এর ধর্মীয় তাৎপর্য বোঝাতে ফ্রান্সিস একইসঙ্গে একজন কার্ডিনাল, আঞ্জেল ফার্নান্দেজ আর্মিকে ‘প্রো-প্রিফেক্ট’ বা সহনেতা হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি সেলেসিয়ান মিশনারি।
তবে, ভ্যাটিকান দৈনিক বুলেটিনে প্রকাশিত এই নিয়োগের মধ্যে ব্রামবিল্লাকে প্রথমে প্রিফেক্ট’ হিসেবে এবং ফার্নান্দেজকে দ্বিতীয় হিসেবে সহনেতা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যা ধর্মীয়ভাবে প্রয়োজনীয়, কারণ প্রিফেক্টকে গণ গ্রহণযোগ্য করতে এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রম সম্পাদন করতে হবে, যা বর্তমানে পুরুষরা ছাড়া অন্য কেউ করতে পারে না।
প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক নাম হল ‘ডিসকাস্ট্রি ফর দ্য ইনস্টিটিউটস অফ কনসেক্রেটেড লাইফ অ্যান্ড সোসাইটিজ অব অ্যাপোসটলিক লাইফ, যা ভ্যাটিকানের অন্যতম গুরুত্বপূর্ণ অফিস। এটি সব ধর্মীয় আদেশের দায়িত্বে কাজ করে, যেমন যাজক, ফ্রান্সিসকান ছোট নতুন আন্দোলনগুলো সমন্বয় করে।
ব্রামবিল্লা, ৫৯, কনসোলাটা মিশনারিজ ধর্মীয় আদেশের সদস্য এবং গত বছর থেকে তিনি এই ধর্মীয় আদেশ বিভাগের ২ নম্বর পদে কর্মরত ছিলেন।
তিনি অবসরগ্রহণকারী কার্ডিনাল জোও ব্রাজ ডি আভিজ (৭৭) এর স্থলাভিষিক্ত হচ্ছেন।
ইউ