ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০৮ জানুয়ারি ২০২৫

English

বিদেশ

চীনের পর ভারতে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, আক্রান্ত দুই শিশু

উইমেনআই২৪ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ৬ জানুয়ারি ২০২৫

চীনের পর ভারতে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, আক্রান্ত দুই শিশু

ফাইল ছবি

ভারতের কর্নাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রমণের দুটি ঘটনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা তিন মাস ও আট মাস বয়সী দুই শিশু। তাদের মধ্যে নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর এইচএমপিভি সংক্রমণ নিশ্চিত করা হয়। 

তিন মাস বয়সী শিশুটিকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তবে আট মাসের শিশুটি এখনও চিকিৎসাধীন। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই দুই শিশুর কেউই সম্প্রতি কোথাও ভ্রমণ করেনি। ফলে অন্য কোনো দেশ বা অঞ্চলে গিয়ে ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই। 

কর্নাটকের স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা জানিয়েছেন, এই ভাইরাস নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এইচএমপিভি ভারতেও রয়েছে। তবে এই ভাইরাসটির কোনো রূপান্তর হয়েছে কী না, তা এখনও স্পষ্ট নয়। সাধারণ এইচএমপি ভাইরাসের সংক্রমণ ভারতে আগেও দেখা গিয়েছে। 

চীনে সম্প্রতি এই ভাইরাসের সংক্রমণ বাড়ছে, যা ভারতসহ বিভিন্ন দেশে উদ্বেগ তৈরি করেছে। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে, গত ১৬ থেকে ২২ ডিসেম্বর দেশটিতে উল্লেখযোগ্যভাবে এইচএমপিভি সংক্রমণ বেড়েছে। শ্বাস-প্রশ্বাসজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার হারও বেড়েছে, যা কোভিড-১৯, রাইনোভাইরাস বা অ্যাডিনোভাইরাসের চেয়েও বেশি। সাধারণত ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের মধ্যে এর প্রকোপ সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে। 

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, শিশুদের মধ্যে শ্বাসকষ্ট, জ্বর বা নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। এছাড়া, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ভিড় এড়িয়ে চলার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ করা যেতে পারে।

ইউ

টিউলিপের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে  বিএফআইইউর চিঠি

স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের ২২ ফ্ল্যাট, বাড়ি ও জমি জব্দের নির্দেশ

স্টলভাড়া কমানোর দাবি প্রকাশকদের

পোস্টারে ‘জুলাই অভ্যুত্থান’ প্রদর্শনীর উদ্বোধন 

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

বিমানবন্দরের পথে খালেদা জিয়া

সাঁওতাল নারী লাঞ্ছনা ও বাড়িত অগ্নিকান্ড: শাস্তি দাবি ৪৭ নাগরিকের

‘নকশীকাঁথার জমিন’ এর বিশেষ প্রদর্শনী

শিল্প খাতে গ্যাসের দাম দেড়গুণ বাড়তে পারে

অধ্যাপক আনিসুর রহমানের প্রয়াণে শিল্পকলার শোক 

দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক গণতন্ত্রীকরণের উপর গুরুত্বারোপ

নতুন বই নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা

ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় প্রাণহানি ৫