ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০৮ জানুয়ারি ২০২৫

English

বিদেশ

৮ মাসের শিশুর শরীরে মিলল এইচএমপি ভাইরাস!

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১২:২১, ৬ জানুয়ারি ২০২৫

৮ মাসের শিশুর শরীরে মিলল এইচএমপি ভাইরাস!

সংগৃহীত ছবি

ভারতের বেঙ্গালুরুতে আট মাসের এক শিশুর শরীরে এইচএমপি ভাইরাসের সন্ধান মিলেছে। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর  নমুনা পরীক্ষায় এ ভাইরাসের সংক্রমণ মেলে।

কর্নাটকের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, নমুনাটি কোনও সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়নি। তবে স্বাস্থ্য অধিদফতরের এক সূত্র সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, এক বেসরকারি হাসপাতাল থেকে এ কথা জানা গেছে। বেসরকারি হাসপাতালে হওয়া পরীক্ষাকে সন্দেহ করার কোনও কারণ আমাদের কাছে নেই।

ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ় ১৮’ জানিয়েছে, ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করেছে সে রাজ্যের স্বাস্থ্য অধিদফতর। কর্নাটকের প্রশাসন এই সংক্রমণের বিষয়টি ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কেও জানিয়েছে।

তবে চীনে যে এইচএমপি ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে, এটিও সেই একই প্রজাতির কি না, তা এখনও স্পষ্ট নয়। স্বাস্থ্য অধিদফতরের এক সূত্র ‘ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, চীনে এই ভাইরাসের কোন প্রজাতির সংক্রমণ ছড়িয়েছে, সে বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি। ফলে এই ভাইরাসটি প্রজাতির বিষয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না।

সম্প্রতি চীনে এইচএমপি ভাইরাসের সংক্রমণ ঘিরে উদ্বেগ দানা বাঁধতে শুরু করেছে ভারতসহ বিশ্বের অন্য দেশগুলোতে। 

যদিও চীন জানিয়েছে, এটি একটি মৌসুমি সংক্রমণ। এটিকে শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ’ বলেই ব্যাখ্যা করছে চীন। চীনের পরিস্থিতির উপর নজর রাখছে ভারতও। তবে দেশবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে এই ভাইরাসের বিষয়ে সময়ে সময়ে তথ্য দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-কেও অনুরোধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, স্বাস্থ্যকেন্দ্রগুলোর পরিষেবা খতিয়ে দেখার জন্য ‘মক ড্রিল’ করা হয়েছে। তাতে দেখা গেছে, এ ধরনের পরিস্থিতির মোকাবিলার জন্য সেগুলি তৈরি রয়েছে।

তবে কেরলা সরকার ইতিমধ্যে সতর্কতামূলক পদক্ষেপ করতে শুরু করেছে। সে রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে বয়স্ক এবং অন্তঃসত্ত্বাদের বাড়ির বাইরে কিংবা কোনও জনবহুল স্থানে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

//এল//

টিউলিপের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে  বিএফআইইউর চিঠি

স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের ২২ ফ্ল্যাট, বাড়ি ও জমি জব্দের নির্দেশ

স্টলভাড়া কমানোর দাবি প্রকাশকদের

পোস্টারে ‘জুলাই অভ্যুত্থান’ প্রদর্শনীর উদ্বোধন 

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

বিমানবন্দরের পথে খালেদা জিয়া

সাঁওতাল নারী লাঞ্ছনা ও বাড়িত অগ্নিকান্ড: শাস্তি দাবি ৪৭ নাগরিকের

‘নকশীকাঁথার জমিন’ এর বিশেষ প্রদর্শনী

শিল্প খাতে গ্যাসের দাম দেড়গুণ বাড়তে পারে

অধ্যাপক আনিসুর রহমানের প্রয়াণে শিল্পকলার শোক 

দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক গণতন্ত্রীকরণের উপর গুরুত্বারোপ

নতুন বই নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা

ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় প্রাণহানি ৫