ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ১০ জানুয়ারি ২০২৫

English

স্বাস্থ্য

দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১৮:৪২, ১০ জানুয়ারি ২০২৫

দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস

সংগৃহীত ছবি

করোনা, এমপক্স ও এইচএমপি ভাইরাসের পর এবার নতুন রিওভাইরাসের অস্তিত্ব মিলেছে। এরই মধ্যে দেশে পাঁচজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

রিওভাইরাসের লক্ষণ


হাঁচি-কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এতে আক্রান্ত হলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে। আর মারাত্মক হলে নিউমোনিয়া, এমনিক এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহও দেখা দিতে পারে। এই ভাইরাসে বেশি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা।


কতটা মারাত্মক এই ভাইরাস?

রিওভাইরাস নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছেন না চিকিৎসকরা। কারণ, আক্রান্তদের শরীরে তেমন কোনো জটিলতা ধরা পড়েনি।


এ বিষয়ে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, ‘খেজুরের কাঁচা রস খেয়ে প্রতিবছর নিপাহ ভাইরাসে অনেকে আক্রান্ত হন। তেমনই লক্ষণ দেখে সম্প্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে নিপাহ ভাইরাস না মিললেও পাঁচ জনের শরীরে পাওয়া গেছে ব্যাট রিওভাইরাস। দেশে অনেক এনকেফালাইটিস রোগী পাওয়া গেছে। কিন্তু কারণ খুঁজে পাওয়া যায়নি। এই গবেষণা এসব রোগীর চিকিৎসায় কাজে দেবে।’

তিনি বলেন, ‘এই ভাইরাস সংক্রমণ কারও কারও ক্ষেত্রে মারাত্মক হতে পারে। সেক্ষেত্রে নিউমোনিয়া, এমনিক এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহও দেখা দিতে পারে। বেশি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা। রিওভাইরাস সাধারণত মারাত্মক নয়। তবে শিশু ও বয়স্করা সঠিক চিকিৎসা না পেলে এটি তাদের জন্য জীবনহানির পরিস্থিতির সৃষ্টি করতে পারে।’

প্রতিরোধের উপায় কী?


রিওভাইরাসের প্রতিরোধের জন্য টিকা (রিওভাইরাস ভ্যাকসিন) আছে যা শিশুদের জন্য দেওয়া যেতে পারে। এছাড়া হাত ধোয়া, পরিচ্ছন্নতা বজায় রাখা, মাস্ক ব্যবহার ও খাবারের সুরক্ষা এই ভাইরাসের সংক্রমণ কমাতে সহায়ক।


প্রসঙ্গত, বাংলাদেশে এই প্রথম এর দেখা মিললেও রিওভাইরাস মোটেও নতুন কোনো রোগ নয়। ১৯৫০ সালে বিশ্বে প্রথমবারের মতো শনাক্ত হয় এই ভাইরাস। শীতকালে এর প্রাদুর্ভাব বেশি দেখা যায়।

//এল//

পলাতক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি

যে যে খাবার খেলে সর্দি, কাশি ভালো হয়

১০ জেলার শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

নোয়াখালীতে মিছিলে যুবদল নেতার মৃত্যু

পীরগঞ্জে পাবলিক ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

খুলনাকে হেসে খেলে হারালো দুর্বার রাজশাহী

সরিষাবাড়ীতে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

ঢামেক মর্গে পড়ে আছে ছাত্র আন্দোলনে শহীদ ৬ মরদেহ

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশা

দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস

যৌন হয়রানি প্রতিরোধে আইনের প্রয়োজনীয়তা

নিপুণকে ছেড়ে দিয়েছে পুলিশ, লন্ডনযাত্রা বাতিল

মন্ত্রিত্ব হারাচ্ছেন টিউলিপ সিদ্দিক, বিকল্প ভাবছে লেবার পার্টি

লস অ্যাঞ্জেলেসে দাবানলে পুড়ে ছাই তারকাদের কোটি টাকার বাড়ি-গাড়ি