ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ১৩ ফেব্রুয়ারি ২০২৫

English

ফেসবুক থেকে

সেই ফুলপরীর স্ট্যাটাস ভাইরাল

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ২০:৩৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

সেই ফুলপরীর স্ট্যাটাস ভাইরাল

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুলপরী খাতুন। দুই বছর আগে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি রাতে গণরুমে ডেকে তাকে রাতভর নির্যাতন করেছিলেন ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) নেতাকর্মীরা। 
সেই রাতের স্মৃতি মনে করে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফুলপরী। বলেছেন, মস্তিষ্ক যত দিন সুস্থ থাকবে, সেই রাত তত দিন স্মৃতি হয়ে থাকবে। ইতোমধ্যে তার স্ট্যাটাস ভাইরাল হয়ে হয়েছে। অসংখ্য মানুষ তা শেয়ার দিয়েছে।

ফুলপরী লিখেছেন, ২০২৩ সালের ১১, ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারির সময়টায় তিনি অনেক অসহায় ছিলেন। তিনি কিছু করেননি, অথচ ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি অপমানের শিকার হয়েছিলেন। তার ভাষায়, জীবনে ফেলা আসা রাতগুলোর মধ্যে ওটা জঘন্যতম রাত। মনে হচ্ছিল, কোনো কোনো মার্ডার করা আসামির রিমান্ড চলছে। সঙ্গে সুইসাইড নোট আর শ্বাসকষ্টের জন্য আমারই ইনহেলার চেয়েও পাইনি। চলছে তো চলছেই, রাত শেষ হয়ে যায়, তাও প্রতিহিংসা বিন্দুমাত্র কমে না।
পৃথিবীর কোনো প্রাণীকে ভয় পাওয়ার জন্য জন্ম হয়নি উল্লেখ করে ফুলপরী লিখেছেন, তারা ভয় দেখায় যে মাঝরাতে হল থেকে বের করে দিব। শেয়াল–কুকুর ছিঁড়ে খাবে। বোকা চন্দ্রবিন্দুরা জানে না আমি ছোট থেকে শিয়াল-কুকুরের সঙ্গেই অন্ধকারে থেকে বড় হয়েছি। ভয় দেখায়ে বিন্দুমাত্র লাভ নাই। যাদের চিনি না, যাদের সঙ্গে কোনো শত্রুতা নেই, তারা শুধুমাত্র ক্ষমতার প্রভাব বিস্তার করার জন্য সাধারণ একটা নিরুপায় মনকে দুমড়েমুচড়ে পঙ্গু করে দেয়। মাথা উঁচু করে বাঁচার অধিকারটা হরণ করে নিতে চায়। নিষ্পাপ মনগুলোর হাহাকার, আত্মচিৎকার আপনাআপনিই অভিশাপে রূপ নেয়। তাদের কর্মফল নিশ্চয়ই হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা আবাসিক হলের গণরুমে আটকে রেখে ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরীকে নির্যাতন করা হয়। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করার পর সারাদেশে আলোচনার ঝড় ওঠে। গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গাজী মো. মহসীন রিট করেন।

২০২৩ সালের ২১ আগস্ট ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের নেত্রীসহ পাঁচজনকে আজীবনের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। তারা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী, হালিমা আক্তার, ইসরাত জাহান, তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান।

//এল//

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালী ২৪ ঘটনায় গ্রেপ্তার ৯

ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হচ্ছেন পল কাপুর

প্রবাসীদের সুখবর দিলেন হাসনাত আবদুল্লাহ

কোটি ৭৮ লাখ ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়

অপারেশন ডেভিল হান্ট নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ 

সেই ফুলপরীর স্ট্যাটাস ভাইরাল

৯৯৯-এ সেবা পাওয়া যাবে ইংরেজিতেও

১৩ বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ দিয়ে গেজেট জারি

মসজিদে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সারাদেশে হামলা, নৈরাজ্য এবং সরকারের নিষ্ক্রিয়তার নিন্দা

বাংলা একাডেমিতে লেখক কর্মশালায় প্রশিক্ষণার্থী আহ্বান

ওয়ানডে র‍্যাঙ্কিং: দুইয়ে পাকিস্তান, শীর্ষে ভারত

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হলেন শাহজাহান মিয়া

চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা

শাহবাগে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান