
ছবি সংগৃহীত
বাংলাদেশের অসাংবিধানিক ও অবৈধভাবে ক্ষমতা দখলকারী তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইউনুস ও তার সহযোগীদের পদত্যাগের দাবিসহ খুন, ধর্ষণ, লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদে কানাডা আওয়ামী লীগের কর্মসূচি হয়েছে।
৮ এপ্রিল (মঙ্গলবার) অটোয়ার হাউজ অব কমন্সের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচি শেষে হাউজ অব কমন্সে স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে কানাডার বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- কানাডা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান , ১ নং সহ-সভাপতি আব্দুল কাদের মিলু, সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুস সালাম, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, ক্যুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সি বশীর, টরন্টোর আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, সাঃ সম্পাদক মইনুল হোসেন, মানবাধিকার চেয়ারম্যন উলিয়াম শ্লোন. মুক্তিযুদ্ধা আব্দুর রাজ্জাকসহ সাংকৃতিক ও রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে কানাডার প্রধানমন্ত্রীকে স্বারকলিপি প্রদান করা হয়।
ইউ