
সংগৃহীত ছবি
স্পেনে প্রবাসী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। শুক্রবার ২১ মার্চ মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদে প্রবাসী কল্যাণ সমিতি ইন স্পেনের উদ্যোগে প্রায় দুই শতাধিক রোজাদার মুসল্লীদের সম্মানে ইফতার দেওয়া হয়।
ইফতারে প্রবাসী বাংলাদেশি ছাড়া ও বিভিন্ন দেশের রোজাদার মুসল্লীরা উপস্থিত ছিলেন।
ইফতারে জকিগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আহমেদ আসাদুর রাহমান সাদ, সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন ,সাধারণ সম্পাদক সেলিম আহমেদ ,যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ ,সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন, সদস্য আরিফ আহমদ , আতিক আহমদ ,আহবাব হোসেন, আহমদ মুন্না, ফেরদৌস আহমদ রাহি, নাইফ আহমদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ আবুল কাশেম ,হাফিজ ওসমান খান শামীম, মসজিদের ইমাম গাজী মুবিন , ক্বারী আব্দুর রউফ ,ইউছুফ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতারের পূর্বে মুসলিম উম্মাহার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন স্পেন আল ইসলাহ'র সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক।
//এল//