ছবি সংগৃহীত
বাংলাদেশে হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘু এবং পার্বত্য এলকায় হামলা নির্যাতন বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কানাডার বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাংলাদেশি হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান এবং আদিবাসীরা অটোয়ায় পার্লামেন্ট ভবনের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
টরন্টো, মন্ট্রিয়ল, ক্যালগেরি, অটোয়াসহ বিভিন্ন শহর থেকে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা প্রতিবাদে অংশ নেন। ব্যানার পোষ্টার ফেস্টুনে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবি, উপসনালয়ের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশে আসন্ন দুর্গা পূজা উদযাপনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।
তারা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তণকে উপলক্ষ্য করে সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর হামলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় বাংলাদেশি হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ এবং পার্বত্য এলাকার নিপীড়িত আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশে কানাডার সরকার ও বিরোধীদলের ৭ জন এমপি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। তাদের মধ্যে বাংলাদেশ – কানাডা পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ার ব্র্যাড রেডিকপ এমপি, সালমা জাহিদ এমপি, চন্দ্রা আরিয়া এমপি, টিম উপপাল এমপি ,শুভালয় মজুমদার এমপি ,জসরাজ সিং হাল্লান এমপি,অর্পণ খান্না এমপি প্রমুখ।
সংসদ সদস্যরা বলেন, সারা বিশ্বের সকল ধর্মের মানুষের নির্ভয়ে ধর্ম পালনের স্বাধীনতাকে গুরুত্ব দেয় ।
ইউ