ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ০৬ জানুয়ারি ২০২৫

English

প্রবাস

বাংলাদেশের বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে ‘হৃদয় বাংলাদেশ’

লায়লা নুসরাত, কানাডা থেকে:

প্রকাশিত: ১২:২৯, ১৪ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশের বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে ‘হৃদয় বাংলাদেশ’

সংগৃহীত ছবি

‘হৃদয় বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যায় বন্যা পরবর্তী পুনর্বাসনে তহবিল গঠনের সহায়তায় এগিয়ে এসেছে কানাডা টরন্টোর মুক্তবুদ্ধি চর্চা সাংস্কৃতিক কর্মী বৃন্দ। ড্যানফোর্থের বাংলাদেশ সেন্টারে বানভাসি মানুষের জন্য সাড়া দিয়ে নাগরিকদের সতস্ফুর্ত অংশগ্রহণ দেশপ্রেম উজ্জীবিত করে।


সাংস্কৃতিক কর্মী আরিয়ান হকের সঞ্চালনায় দেশের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্যের শুরুতে সমন্বয়ক হিমাদ্রী রায় কমিউনিটির প্রিয় মুখ সমাজসেবী ব্যারিস্টার রিজওয়ান রহমানের আশু রোগ মুক্তি কামানায় যার যার বিশ্বাস থেকে প্রার্থনার আহ্বান জানান। হিমাদ্রী রায় উপস্থিত সকলের মানবিক সাড়ায় অভিভূত হয়ে স্বাগত জানান। এবং মুক্তবুদ্ধি চর্চা সাংস্কৃতিক কর্মীদের অবস্থান ও উদ্দ্যশ্য ব্যাখ্যা করেন। মুক্তিযুদ্ধ,বাংলাদেশ,বঙ্গবন্ধু,বাংলা ভাষা ও সংস্কৃতির জায়গায় কোন আপোষকামীতা নয় এই প্রত্যয়ে এই উদ্যোগ এগিয়ে যাবে বলে অঙ্গিকার করেন। নিজেদের মুক্ত চর্চার মাধ্যমে মনের সকল জীর্ণ,পুরাতন, বন্ধ মুক্ত হয়ে সবার সাথে যুক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


সাংস্কৃতিক সংগঠক ম্যাক আজাদ মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ বিনির্মানের আশা ব্যক্ত করে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিদের এক হওয়ার আহ্বান জানান।

স্বরচিত কবিতা পাঠ করে শুনান কবি তুষার গায়েন।সংক্ষিপ্ত কথায় বলেন বাঙালি কেবল উৎসবে নয় বিপদে আপদেও এক হতে জানে এই রকম আয়োজন তার প্রমাণ। কথা সাহিত্যিক সালমা বাণী বলেন সংস্কারের নামে আমাদের সংস্কৃতি ও সম্প্রীতি আজ হুমকির সম্মুখীন। 

কবি দেলওয়ার এলাহী বলেন, যে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের সূতিকাগার। আজ এতবছর পর উর্দুভাষার পক্ষের কায়েদে আজমের নামে দিবস পালন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশের সাথে রসিকতা। বাঙালি ৫২ তে মেনে নেয়নি ২৪ এ ও মেনে নেবে না।

সঙ্গীতে ছিলেন ফারহা নাযিয়া সামি, সোমা সাঈদ, রোমিও গোমেজ, রেহানা রহমান, অপূর্ব আজিম, দ্বৈপায়ন দাস, ফারহানা শান্তা।তবলায় সঙ্গদ করেন চিন্ময় কর।আবৃত্তি করেন দিলারা নাহার বাবু, নাজমা কাজী, মাহমুদুল ইসলাম সেলিম।
নৃত্যশিল্পী পারমিতা তিন্নি ও সুকন্যা নৃত্যাঙ্গনের নিঝুম রুপা ও নন্দিনী রুপা পাল নৃত্য পরিবেশন করেন। সামসুল হকের আমার পরিচয়ের বৃন্দ কবিতা আবৃত্তির মধ্য দিয়ে ম্যাক আজাদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

হৃদয়ে বাংলাদেশ ব্যানার করেছেন শ্যামল বসাক। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন গ্যারি খ্রিষ্টোফার রোজারিও। 

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জামিল বিন খলিল, এলিনা মিতা, কবি হোসনে আরা জেমি।

//এইচ//

পদত্যাগ করতে পারেন জাস্টিন ট্রুডো

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, দুই বন্ধু নিহত

বিদায়ী বছরে পদ্মা সেতু থেকে আয় ৮৩৮ কোটি

রূপালী পর্দার নবাবখ্যাত অভিনেতা প্রবীর মিত্র আর নেই

নাগরিক দায়িত্ব ও রাষ্ট্র নির্মাণ: বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা

অর্থনীতিবিদ আনিসুর রহমান আর নেই

৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

রোজার সংগ্রামী জীবনের গল্প

গণঅধিকার পরিষদের আলটিমেটাম, মিছিল নিয়ে শাহবাগ থানায়

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের নিয়ে যা বললেন ত্রাণ উপদেষ্টা

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতির বৃহত্তর স্বার্থে চিরায়ত চিকিৎসা আইন পাশ হতেই হবে: প্রাচি

আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ১৫ কারখানা ছুটি ঘোষণা

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে