ছবি সংগৃহীত
সিদ্দিকুর রাহমান,স্পেন থেকে: স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
২৭আগস্ট (মঙ্গলবার) মাদ্রিদ শহরের অদূরে পিকনিক স্পট বুইটারগো দে লছইয়া এ বনভোজনের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি আক্তারুজ্জামানের তত্ত্বাবধায়নে এবং সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন আকাশের পরিচালনায় বনভোজন পরিচালিত হয়।
নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহণে বিভিন্ন খেলার ইভেন্ট, রাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাজানো ছিল পুরো কর্মসূচি।
বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হেমায়েত খান ,সাবেক সদস্য সচিব ইউনুছ আলী ,সংগঠনের সিনিয়র সহ সভাপতি সাইমুন সর্দার, সাংগঠনিক সম্পাদক মাসুম শেখ ,সহ সভাপতি শামীম ব্যাপারী,কামরুল ইসলাম ,আবু সাঈদ,লোকমান হোসেন,সহ সাধারণ সম্পাদক মো:সাগর,নিরব খান,হাসান,তৌহিদ ব্যাপারী,সহ সাংগঠনিক সম্পাদক সজল হাওলাদার ,আল আমিন মোল্লা,মিরাজ মুন্সী ,প্রচার সম্পাদক হৃদয় হাওলাদার ,কোষাধ্যক্ষ কামরুল হাসান ,দপ্তর সম্পাদক ইব্রাহিম ব্যাপারী,সহ দপ্তর সম্পাদক তরিকুল খান,আন্তর্জাতিক সম্পাদক কাইয়ুম মৃধা,সহ ক্রিড়া সম্পাদক রিয়াজুল হাওলাদার ,সুজন,ধর্ম সম্পাদক আল মামুন, সহ ধর্ম সম্পাদক ফয়সাল মোল্লা ,সদস্য পান্নু খান ,এরশাদ মাতবর প্রমুখ।
বনভোজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রবাসের শত ব্যস্ততার মাঝে এই উৎসব সবার জীবনে নিয়ে আসে নতুন করে পথচলার উদ্দীপনা। নতুন করে ভালোবাসতে শেখায় দেশকে এবং দেশীয় সংস্কৃতিকে।
ইউ