ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ১৯ এপ্রিল ২০২৫

English

বিনোদন

শিল্পকলায়  ‘বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান’

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ২১:০৩, ১৫ এপ্রিল ২০২৫

শিল্পকলায়  ‘বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান’

সংগৃহীত ছবি

“এ বছরই বাংলা নববর্ষ আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ব্যাপক পরিসরে পালন করছি। প্রথমবারের মতো চৈত্র সংক্রান্তি উৎসব করেছি, নববর্ষ আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে অংশগ্রহণ করেছি।

মানিক মিয়া এভিনিউতে আয়োজন করেছি ‘ কনসার্ট ও ড্রোন শো’।”   জানালেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক (দায়িত্বপ্রাপ্ত)মোহাম্মদ ওয়ারেছ হোসেন (উপসচিব)। 

 আজ (১৫ এপ্রিল) মঙ্গলবার বিকেল  সাড়ে ৪ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজন করা হয়। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ ‍উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রাজধানী ঢাকাসহ দেশব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করেছে। গৃহীত কর্মসূচির অংশ হিসেবে

 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন (উপসচিব)। স্বাগত বক্তব্য  দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

 

সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, “এ বছরই বাংলা নববর্ষ আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ব্যাপক পরিসরে পালন করছি। এ বছর আমরা প্রথমবারের মতো চৈত্র সংক্রান্তি উৎসব করেছি। যে উৎসবটি হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে, বিপুল জনসমাগম হয়েছিল সেদিন। আমরা প্রথমবারের মতো নববর্ষ আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে অংশগ্রহণ করেছি। যে শোভাযাত্রাটি ছিল সম্পূর্ণ অংশগ্রহণমূলক, বাংলাদেশের ২৮টি ভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ সে আনন্দ শোভাযাত্রার আনন্দ বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। আমরা নববর্ষের অপরাহ্নে মানিক মিয়া এভিনিউতে আয়োজন করেছি কনসার্ট। সেখানেও লোকে লোকারণ্য হয়েছিল।  সবচেয়ে বড় যে বিস্ময় ছিল, যা আপমর দেশের সকল মানুষকে আকৃষ্ট করেছে সেটি ছিল চীন দূতাবাস, ঢাকা এর কারিগরি সহায়তায় ‘ড্রোন শো’। অসাধারণ সে ড্রোন শো ঢাকাবাসীসহ আমাদের অনলাইন ও মিডিয়ার সৌজন্যে অনেকেই উপভোগ করেছেন। আজ উপভোগ করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজন বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান উপভোগ করবেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাশে থাকবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি শুধুমাত্র যে ঢাকা কেন্দ্রীক শিল্পচর্চা, সাংস্কৃতিক চর্চা করছে তা নয়। আমরা সারা দেশব্যাপী ৬৪ টি জেলা শিল্পকলা একাডেমি এবং আমাদের যে সকল উপজেলা ভিত্তিক শিল্পকলা একাডেমি রয়েছে সেগুলোর মাধ্যমেও বর্ষবরণসহ সকল মাধ্যমের সাংস্কৃতিক চর্চা অব্যাহত রেখেছি। আপনাদের সহযোগিতায় এগুলো উত্তরোত্তর বৃদ্ধি করব।”

 

অনুষ্ঠানে শুরুতেই সমবেত যন্ত্রসংগীত ‘বৈশাখী ধ্বনি’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীবৃন্দ। এরপর নবীন কণ্ঠশিল্পীবৃন্দ ‘একি অপরূপ রূপে মা তোমার’ ও ‘আমরা নূতন যৌবনের দূত’ গান দুটি পরিবেশন করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ ‘ধামাইল নৃত্য’ ও কণ্ঠশিল্পীবৃন্দ সমবেত সংগীত ‘লোক গানের ম্যাশআপ’ পরিবেশন করেন। নিপা আক্তার পরিবেশন করেন ‘রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে’ গানটি। নান্দনিক নৃত্য সংগঠন সমবেত নৃত্য ‘আইলো আইলো আইলো রে’ এবং নবীন নৃত্যশিল্পীরা সমবেত নৃত্য ‘সোহাগ চাঁদ বদনী’ পরিবেশন করে। এরপর একক সংগীত ‘আমার মন মজাইয়ারে’ পরিবেশন করেন লাইলুন নাহার পারভীন এবং পিয়াল হাসান পরিবেশন করেন ‘নিশিতে যাইও ফুল বনে/ আমার অন্তরায় আমার কলিজায়’ গানটি। সমবেত নৃত্য ‘আলোকের এই ঝর্ণাধারা ও খর বায়ু বয় বেগে’ পরিবেশন করে কায়া আশ্রম, একক সংগীত পরিবেশন করেন ফেরদৌস আরা এবং সমবেত নৃত্য ‘আম কুড়ানোর আগমনে সুর বাজেরে কানে’ পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস। এরপর ব্যান্ড সংগীত পরিবেশন করে ব্যান্ড দল রে রে, সর্বনাম, অনিমেষ রায় ও তার দল এবং বাংলা ফাইভ।

//এল//

সাজানো নির্বাচনে জিতেছিলেন সাকিব: প্রেস সচিব

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় বিক্ষোভ

সরকারের কাজ-কামে দেশবাসী উদ্বিগ্ন: দুদু

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

যৌথবাহিনীর অভিযানে ৮ দিনে সারাদেশে আটক ৩৯০

পরিবেশবান্ধব বস্ত্রের প্রসারে কাজ করতে হবে: রিজওয়ানা

‘৩৭ টি স্পটে প্রায় ৩০০ শিশু রাস্তায় বসবাস করছে’

আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে ৬ দাবি

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট কার্যক্রম গ্রহণের ঘোষণা

ভিসা জালিয়াতি: সৌদিতে ৫ শতাধিক হজযাত্রী আটক

গাজীপুরে বাসার মধ্যে ২ শিশুর মর*দেহ

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মিই বড় সমস্যা’

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার

 ত্রিদেশীয় সিরিজ খেলবে নারী ফুটবলাররা

‘রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে আবার জিতব’