
ছবি সংগৃহীত
গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে, ২০২৩ সালের অক্টোবর থেকে নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৬৯৫ জনে। গাজার এই গণহত্যা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান।
সামাজিক যোগাযোগমাধ্যমে গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি ফেসবুকে গাজার কিছু ছবি শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দক্ষিণ গাজায় ইসরাইলি সেনারা ১৫ জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরাইল চালিয়ে আসছে, এটি তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।’
তিনি আরো লিখেছেন, ‘বিশ্ববাসীর প্রতিবাদে ইসরাইল ভ্রুক্ষেপ করবে না, সেটা জানি। কিন্তু বাকি বিশ্ব? বিশ্বের বড় বড় নেতারা? এভাবে বেশুমার শিশুহত্যা, নারীহত্যা, গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে? মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক। ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক।’

এদিকে, গাজায় বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন, এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না, যা পরিস্থিতির আরও বিপদজনক হয়ে দাঁড়িয়েছে।
ইউ