ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ২৯ মার্চ ২০২৫

English

বিনোদন

উদীচীর সাবেক উপদেষ্টা সানজিদা খাতুন-এর মৃত্যুতে উদীচীর শোক

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮, ২৬ মার্চ ২০২৫

উদীচীর সাবেক উপদেষ্টা সানজিদা খাতুন-এর মৃত্যুতে উদীচীর শোক

ফাইল ছবি

বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, উদীচীর সাবেক উপদেষ্টা এবং ছায়ানটের সভাপতি অধ্যাপক সানজিদা খাতুন-এর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক শোক বার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সানজিদা খাতুন-এর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গণে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। 

২৫ মার্চ (মঙ্গলবার) এক শোক বার্তায় উদীচীর নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে সাংস্কৃতিক সংগ্রামের অন্যতম সংগঠক সানজিদা খাতুন, ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহী হন। মাত্র ৫ বছর বয়সে সঙ্গীত শিক্ষা শুরু করে ধীরে ধীরে নিজেকে একজন অনন্য সাধারণ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। জীবনের প্রায় শুরু থেকে তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকায়। কলেজের শিক্ষার্থী থাকা অবস্থায়ই পড়াশোনা, আবৃত্তি ও অভিনয়ের পাশাপাশি গানের চর্চা করেছেন তিনি। 

ষাটের দশকে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের প্রতিবাদে আন্দোলন এবং ছায়ানট প্রতিষ্ঠার সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সানজিদা খাতুন। মহান মুক্তিযুদ্ধের সময় কলকাতায় গিয়ে শিল্পীদের সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। ছায়ানটের শুরু থেকেই সঙ্গীত ও বাদ্যযন্ত্র প্রশিক্ষক হিসেবে ফরিদা মালিক, সোহরাব হোসেন, বজলুল করিম, মতি মিয়া প্রমুখের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন সন্‌জীদা খাতুন। যে ছায়ানটের মাধ্যমে রবীন্দ্রসংগীতের চর্চা, শিক্ষা ও বিকাশ ঘটছে, সেই ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন সানজিদা খাতুন। আজীবন প্রগতিশীল সংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা পালন করেছেন এই গুণী শিল্পী। 

১৯৩৩ সালের ৪ এপ্রিল জন্ম নেয়া সানজীদা খাতুন-এর বাবা কাজী মোতাহার হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক। মা সাজেদা খাতুন গৃহিণী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন সানজিদা খাতুন। শিক্ষকতা দিয়েই তার কর্মজীবন শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। 

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সানজিদা খাতুন। সামাজিক জীবন থেকেও একরকম অবসরেই ছিলেন তিনি। মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, উদীচীর সাবেক উপদেষ্টা এবং ছায়ানটের সভাপতি অধ্যাপক সানজিদা খাতুন-এর মৃত্যুতে তাঁর পরিবার ও শোকসন্তপ্ত স্বজনদের সমবেদনাও জানিয়েছেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক। 

 

ইউ

স্পেনে গোলাপগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর ইফতার 

সত্যেন সেনের ১১৮তম জন্মবার্ষিকীতে দুর্গম পথে দুর্দম গতিতে চলার প্

 নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় স্কুল ছাত্র খুন: পুলিশ

আজকের শিশুরা পৃথিবীর বুকে বাংলাদেশকে আলোকিত করবে: শারমীন এস মুরশিদ

ডাব পাড়তে ডেকে নিয়ে ভাতিজাকে হত্যা, চাচা আটক

ছুটিতে ভরসা ডিজিটাল ব্যাংকিং

বরগুনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে আপন তিন ভাইয়ের প্রাণহানি

বৈষম্যবিরোধীরা কার নির্দেশে গণপরিষদ চায়, প্রশ্ন রিজভীর

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি সহস্রাধিক

অসহায় সেজে ৪ শিশু নিয়ে উধাও নারী, অবশেষে গ্রেপ্তার

ঈদে আসছে ছয় সিনেমা

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ড. ইউনূসের

বাংলাদেশে নির্বাচনী রোডম্যাপের দাবিতে অস্ট্রেলিয়ার সংসদে প্রস্তাব

ময়মনসিংহে একটি গ্রাম বিক্রি করে দিলেন এক ব্যক্তি

মুরগি এবং মসলার দর চড়া