ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ২২ ফেব্রুয়ারি ২০২৫

English

বিনোদন

ঐশ্বরিয়ার জন্য বেকায়দায় বৌদি শ্রীমা

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১১:৩৩, ২০ ফেব্রুয়ারি ২০২৫

ঐশ্বরিয়ার জন্য বেকায়দায় বৌদি শ্রীমা

সংগৃহীত ছবি

মাস কয়েক আগে বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তার বৌদি শ্রীমার সংঘাত প্রকাশ্যে আসে। সামাজিকমাধ্যমে শ্রীমার দুটি পোস্ট ঘিরে বিতর্কের সূত্রপাত। প্রথমটিতে শ্রীমা একটি ছবি শেয়ার করে নিয়েছেন। সেই ছবিতে শ্রীমার সঙ্গে রয়েছেন তার স্বামী আদিত্য রাই, তাদের দুই সন্তান ও শাশুড়ি বৃন্দা রাই। এ ছবিতে কোথাও ঐশ্বরিয়া কিংবা তার কন্যা আরাধ্যা বচ্চন নেই। 

এই পোস্ট দেখে বচ্চন-বধূর অনুরাগীরা সামাজিকমাধ্যমে ঝড় তোলে। একইভাবে ঐশ্বরিয়া যে ছবি দিয়েছিলেন তাতেই ভাই-ভ্রাতৃবধূকে কেটে কেবল মেয়ে ও মাকেই রেখেছিলেন। সেই সময় ঐশ্বরিয়াকে বিঁধে নানা মন্তব্য করেন শ্রীমা। অভিনেত্রীর অনুরাগীরা ছাড়েননি তাকে। এবার ক্ষোভ প্রকাশ করলেন ঐশ্বরিয়ার ভ্রাতৃবধূ।

ঐশ্বরিয়া উত্তর না দিলেও তার অনুরাগীরা দাবি করেছেন, এর আগে বহুবার ঐশ্বরিয়ার পারিবারিক ছবিতে দেখা গেছে আদিত্য ও শ্রীমাকে। তিনি ছবি শেয়ার না করলে শ্রীমাকে যে কেউ চিনতেই পারতেন না, তাও জানিয়েছেন নেটিজেনরা।

তাতেই বেজায় চটে যান শ্রীমা। সামাজিক মাধ্যমে নিজের কৃতিত্বের কথা জানিয়ে তিনি লিখেছেন— আমি ব্লগার হওয়ার আগে দীর্ঘ দিন ব্যাংকে চাকরি করেছি। ২০০৯ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি। 

শ্রীমা বলেন, ২০১৭ সালে আমি ধীরে ধীরে ব্লগিং শুরু করি। এটা সবাইকে জানিয়ে রাখা ভালো আমি কারও নাম ভাঙিয়ে জীবনে কিছু করিনি। আমি নিজের ক্ষমতায় নিজের ক্যারিয়ার তৈরি করেছি। সেটি আমার স্বামী ও শাশুড়িমা সবাই জানেন। তবে সেই ঘটনায় ভীষণ রকম ট্রলড হতে হয়। ননদের জন্য বেকায়দায় পড়েছেন। লোকে তাকে খারাপ ভাবতে শুরু করেন। 

ননদের অনুরাগীদের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তোমরা ওর ফ্যান বলে অন্য মানুষকে ছোট দেখাতে পার না। 

//এল//

খিলগাঁওয়ে স-মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

‘বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে’

 ‘বিশ্বে বাংলা ভাষাকে তুলে ধরার প্রচেষ্টায় রয়েছি’

মাতৃভাষা দিবসে প্রাণোচ্ছল বইমেলা

চট্টগ্রামে একুশের আবৃত্তি অনুষ্ঠান মাঝপথে বন্ধ

 আতঙ্কে জঙ্গলে লুকিয়ে ছিল ব্যান্ড  দল ‘কৃষ্ণপক্ষ’

মবতন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রত্যয়

জলবায়ু ,ন্যায়বিচার ও নারী অধিকার প্রতিষ্ঠায় অস্ট্রেলিয়ার সহযোগিতা

মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন

তিন ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল আন্তর্জাতিক মাতৃভাষা পদক

রায়পুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ 

ভাষা শহীদদের প্রতি উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদন

শেখ হাসিনার অন্যায়-অত্যাচারের তথ্য সংগ্রহে থাকা উচিত: প্রেস সচিব

এবার বেনাপোল সীমান্তে বসছে না দুই বাংলার মিলনমেলা

৪৭ থেকে ৫২ এবং ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা: সারজিস