ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ১৯ ফেব্রুয়ারি ২০২৫

English

বিনোদন

হুমকি দিয়ে ঢাকায় নাট্যোৎসব বন্ধের নিন্দা উদীচীর

গণতন্ত্রের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

হুমকি দিয়ে ঢাকায় নাট্যোৎসব বন্ধের নিন্দা উদীচীর

ফাইল ছবি

সংস্কৃতিবিরোধী গুটিকয়েক মানুষের হুমকির মুখে রাজধানীর মহিলা সমিতিতে আয়োজিত “ঢাকা মহানগর নাট্য উৎসব” স্থগিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শনিবার এক বিবৃতিতে উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক, এধরনের মব সৃষ্টির মাধ্যমে যেকোন সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত করার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান। 

বিবৃতিতে উদীচীর নেতৃবৃন্দ বলেন, ১৪ দিনব্যাপী এ নাট্য উৎসবের জন্য দুই মাস ধরে ঢাকার ৮৫টি নাট্যদলের কয়েকশ’ কর্মী অক্লান্ত পরিশ্রম করে, গণঅর্থায়নে সব আয়োজন সম্পন্ন করেছেন। তবে, উৎসব উদ্বোধনের আগের দিন শুক্রবার দুপুরে মহিলা সমিতির পক্ষ থেকে আয়োজকদের জানানো হয়, রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। উৎসব কমিটির পক্ষ থেকে পুলিশের সাথে বৈঠক করে উৎসবের বিস্তারিত তথ্য জানানো হয়। সাধারণত, মিলনায়তনের ভেতরে কোন প্রদর্শনী করার জন্য পুলিশ বা সরকারের কোন অনুমতি নেয়ার প্রয়োজন হয় না। তারপরও আলোচনার পর ওসি সাহেবের নিরাপত্তার আশ্বাসে আয়োজকরা ফিরে আসেন। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই একটি মব থানায় ঢুকে, হুমকির স্বরে গালাগালি করা এবং মহিলা সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাকে উৎসব বন্ধ করার জন্য চাপ দেয়। ফলে, মহিলা সমিতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তার কথা ভেবে মৌখিকভাবে হল বরাদ্দ বাতিল করেন। শুধু তাই নয়, শুক্রবার রাতের অন্ধকারে কে বা কারা মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তন থেকে উৎসবের সকল সাজসজ্জাও খুলে নিয়ে যায়। 

উদীচীর নেতৃবৃন্দ আরো বলেন, মূল পরিচয় নাট্যশিল্পী হলেও দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সচেতনতা থেকে এদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বিভিন্ন নাট্যদলের শিল্পী-কর্মীরা। দল মতের ঊর্ধ্বে উঠে তারা সবসময় ন্যায়ের পক্ষে, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে, সাম্যবাদের পক্ষে নাটকের মাধ্যমে জনগণকে সচেতন করে তোলার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু, বারবারই নাট্যচর্চার উপর নানা ধরনের বাধাবিঘ্ন তৈরি করা হয়েছে। কিছুদিন আগেও শিল্পকলা একাডেমিতে দেশ নাটক-এর নিত্যপুরাণ নাটক প্রদর্শনীর মাঝপথে বন্ধ করে দেয়া হয়েছিল। এর প্রতিবাদে নাট্যকর্মীদের সমাবেশেও হামলা করা হয়। 

ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসানের পর গত কয়েক মাসে শুধু নাট্যচর্চায় বাধা দেয়াই নয়, প্রগতিশীল সংস্কৃতি চর্চার যেকোন আয়োজনেই ধারাবাহিকভাবে বাধা দেয়ার ঘটনা ঘটছে। নরসিংদী, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে মৌলবাদী গোষ্ঠী হেফাজতে ইসলামের বাধার মুখে লালন উৎসব বন্ধ করা, রাজধানীতে বসন্ত উৎসব আয়োজন করতে না দেয়া, অনৈসলামিক অভিযোগ তুলে টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদীর তীরে বার্ষিক বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব বন্ধ করাসহ আবহমান কাল থেকে চলে আসা লোক সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজন বন্ধ করে দেয়া হয়েছে। উদীচী এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে মব ভায়োলেন্সের মাধ্যমে প্রগতিশীল সংস্কৃতি চর্চায় বাধাদান বন্ধ করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকার ও প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছে। তা নাহলে এই মবতন্ত্র সর্বাত্মকভাবে প্রতিরোধ করার সিদ্ধান্ত নিতে জনগণ বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন উদীচীর নেতৃবৃন্দ।

ইউ

খালেদা জিয়াসহ ৮ আসামিকে নাইকো মামলায় খালাস

খালেদা জিয়াসহ ৮ আসামিকে নাইকো মামলায় খালাস

জাতীয় ঐতিহ্য পবিত্র বৃক্ষ, প্রাচীন বৃক্ষ ঘোষণার জন্য আবেদন আহ্বান

ইসলামী ব্যাংকের সঙ্গে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির চুক্তি

উদারতাকে দুর্বলতা ভাববেন না, ছাত্রদলকে শিবির 

ঐক্য ও মধ্যবর্তী অবস্থান ধরে রাখার আহ্বান মাহফুজের

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ৮ আসামি খালাস

সিনিয়র সচিবের মর্যাদা পেলেন শফিকুল আলম

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চাপ তৈরি হচ্ছে: প্রেস সচিব

কুয়েটে সংঘর্ষ: যে হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ

শতকের সীমাকে বরণ করেছেন জীবনাদর্শে ও কবিতায়

হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

দ্রুত নির্বাচন দিন: ফখরুল

পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি ও ১৯ ব্যাংক হিসাব জব্দ

বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: তারেক