ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ১৯ ফেব্রুয়ারি ২০২৫

English

বিনোদন

প্রতুল মুখোপাধ্যায়-এর মৃত্যুতে উদীচীর শোক

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রতুল মুখোপাধ্যায়-এর মৃত্যুতে উদীচীর শোক

ফাইল ছবি

কিংবদন্তি গণসঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার প্রতুল মুখোপাধ্যায়-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক এক শোকবার্তা জানিয়েছে। 

শোকবার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রতুল মুখোপাধ্যায়-এর মৃত্যুতে প্রগতিশীল সংস্কৃতি চর্চা এবং গণসঙ্গীত চর্চার অঙ্গণে বিশাল নক্ষত্রের পতন হলো, তৈরি হলো অপূরণীয় শূন্যতা। 

শোকবার্তায় উদীচীর নেতৃবৃন্দ বলেন, কোন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার না করে শুধু হাতে তালি দিয়ে গান গাওয়ার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছিলেন প্রতুল মুখোপাধ্যায়। তিনি দেখিয়েছিলেন, শুধু মনের জোর আর কণ্ঠের বলিষ্ঠতাই গণসঙ্গীত গাইবার জন্য যথেষ্ট। যেকোন ধরনের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে তিনি ছিলেন সদা সোচ্চার। ২০১০ সালে উদীচী আয়োজিত দ্বিতীয় সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতায় অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এসেছিলেন প্রতুল মুখোপাধ্যায়। সেবার ঢাকায় আসার পথেই তিনি রচনা করেন “দুইজনাই বাঙালি ছিলাম দেখো দেখি কাণ্ডখান, তুমি হইলা বাংলাদেশি আমারে কও ইন্ডিয়ান” শীর্ষক গানটি। এছাড়া, তাঁর অমর সৃষ্টি “আমি বাংলায় গান গাই” প্রতিটি প্রজন্মের শ্রোতাকেই দেশপ্রেমে নতুন করে দীক্ষিত করে তোলে। আলু-ছোলা বেঁচলেও চোখের মণি না বেঁচতে তাঁর যে আহ্বান, সেটি ধারণ করেই প্রগতির পথে অবিচল যাত্রা করে চলেছেন উদীচীর হাজারো তরুণ শিল্পী-কর্মী। 

শোকবার্তায় উদীচীর নেতৃবৃন্দ বলেন, ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম নেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের সময় সপরিবারে ভারতে পাড়ি জমান তিনি। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন প্রতুল। তাঁর জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে ‘পাথরে পাথরে নাচে আগুন’, ‘যেতে হবে’, ‘ওঠো হে, স্বপ্নের ফেরিওয়ালা’, ‘তোমাকে দেখেছিলাম’, ‘স্বপনপুরে’, ‘অনেক নতুন বন্ধু হোক’, ‘হযবরল’, ‘দুই কানুর উপাখ্যান’, ‘আঁধার নামে’ ইত্যাদি। 

বছরের শুরুতেই গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন প্রতুল মুখোপাধ্যায়। তাকে পরীক্ষা করে দেখেন স্নায়ু এবং নাক-কান-গলার (ইএনটি) বিশেষজ্ঞরা। অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল। এরপরই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। সাথে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ ও নিউমোনিয়া ধরা পড়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। গত কয়েকদিন ধরেই তিনি এসএসকেএম হাসপাতালের আইসিইউতে নিবিড় পরিচর্যায় ছিলেন। 

তবে, চিকিৎসকদের প্রচেষ্টা এবং স্বজন ও ভক্তদের শুভকামনা ব্যর্থ করে দিয়ে ১৫ ফেব্রুয়ারি সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৩ বছর বয়সী প্রতুল মুখোপাধ্যায়। কিংবদন্তি গণসঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার প্রতুল মুখোপাধ্যায়-এর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।

ইউ

জাতীয় ঐতিহ্য পবিত্র বৃক্ষ, প্রাচীন বৃক্ষ ঘোষণার জন্য আবেদন আহ্বান

ইসলামী ব্যাংকের সঙ্গে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির চুক্তি

উদারতাকে দুর্বলতা ভাববেন না, ছাত্রদলকে শিবির 

ঐক্য ও মধ্যবর্তী অবস্থান ধরে রাখার আহ্বান মাহফুজের

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ৮ আসামি খালাস

সিনিয়র সচিবের মর্যাদা পেলেন শফিকুল আলম

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চাপ তৈরি হচ্ছে: প্রেস সচিব

কুয়েটে সংঘর্ষ: যে হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ

শতকের সীমাকে বরণ করেছেন জীবনাদর্শে ও কবিতায়

হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

দ্রুত নির্বাচন দিন: ফখরুল

পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি ও ১৯ ব্যাংক হিসাব জব্দ

বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: তারেক

স্বচ্ছ জলবায়ু অর্থায়নের আহ্বান

রাণীশংকৈলে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড