ফাইল ছবি
১৯৭১ সালের রক্তঝরা বিজয়ের স্মরণে রাজধানী ঢাকা এবছরও উদযাপন করছে বিজয় দিবস নানা বর্ণাঢ্য আয়োজনে। এর মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে রাজধানীর তিনটি স্থানে আয়োজন করা হয়েছে জমকালো কনসার্ট। দেশীয় সংগীত ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন নতুন প্রজন্মকে দেশের ইতিহাসের সঙ্গে পরিচিত করাবে।
‘সার্বজনীন কনসার্ট’ মানিক মিয়া অ্যাভিনিউয়ে
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দুপুর ১২টায় শুরু হওয়া সার্বজনীন কনসার্টে পারফর্ম করছেন দেশের জনপ্রিয় শিল্পী জেমসসহ আরও অনেকে। এই কনসার্টে একক পরিবেশনায় গান করছেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী এবং জেফার।
গানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনার সঙ্গে পরিচয় করাতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ব্যান্ড কনসার্ট: রক মিউজিকের উৎসব
রাতের আয়োজনে মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনা। নগরবাউল, শিরোনামহীন, আর্টসেল, সোলস, অ্যাভয়েড রাফা, ডিফারেন্ট টাচ, আর্ক এবং সোনার বাংলা সার্কাস তাদের কালজয়ী ও নতুন গান পরিবেশন করবে। তরুণ প্রজন্মের কাছে এই আয়োজন ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা তৈরি করেছে।
শিল্পকলা একাডেমিতে নন্দনমঞ্চের সংগীতানুষ্ঠান
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে সন্ধ্যায় শুরু হবে আরেকটি সংগীতানুষ্ঠান। এখানে বিভিন্ন ধরণের দেশীয় সঙ্গীত পরিবেশিত হবে, যা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরবে।
যমুনা ফিউচার পার্কে ‘ভিক্টোরি ফেস্ট ২০২৪’
বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী জমকালো আয়োজন করা হয়েছে যমুনা ফিউচার পার্কে। ‘ভিক্টোরি ফেস্ট ২০২৪’ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এখানে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড কাকতাল এবং শুভ্র।
বিজয় দিবসের এমন জমকালো আয়োজন শুধু উদযাপন নয়, বরং এটি দেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম। কনসার্টগুলোতে সব বয়সী মানুষের অংশগ্রহণে দিনটি হয়ে উঠছে আরো আনন্দময়।
ইউ