ছবি: উইমেনআই২৪ ডটকম
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষ্যে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে মশাল প্রজ্জ্বলন করে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের উদ্বোধন করেন সহ-সভাপতি ডা. সারওয়ার আলী।
শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষ্যে ছায়ানট সংস্কৃতি- ভবন প্রাঙ্গণে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের আয়োজনে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ছায়ানট, ব্রতচারী, কন্ঠশীলন এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্ এর শিল্পীগণ। ৩টি দলীয় সঙ্গীত ‘মরণ সাগর পারে তোমরা অমর’, ‘মুক্তির মন্দির সোপান তলে’, ‘জাগো অমৃত পিয়াসী’ পরিবেশিত হয়। আবৃত্তি পরিবেশন করেন শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়।
ইউ