ঢাকা, বাংলাদেশ

সোমবার, অগ্রহায়ণ ৩০ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪

English

বিনোদন

যোগ্য হয়েও প্রাপ্য সম্মান পাইনি: মৌসুমী হামিদ

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০২, ১৫ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৮:০৮, ১৫ ডিসেম্বর ২০২৪

যোগ্য হয়েও প্রাপ্য সম্মান পাইনি: মৌসুমী হামিদ

ছবি সংগৃহীত

৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে মৌসুমী হামিদ অভিনীত সিনেমা নয়া মানুষ। সোহেল রানা বয়াতির পরিচালিত এই সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি ব্যস্ত বিশ্বাস বনাম সরকারসহ একাধিক ধারাবাহিক এবং ওটিটি প্রজেক্টে। ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও শুটিং অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন মৌসুমী।

ব্যস্ত সময়ের চ্যালেঞ্জ
নয়া মানুষ-এর প্রচারণা নিয়ে মৌসুমীর দিন কাটছে দৌড়ঝাঁপে। সকাল থেকে রাত পর্যন্ত হলে গিয়ে দর্শকদের সঙ্গে কথা বলছেন, সিনেমাটির প্রতিক্রিয়া শুনছেন। তিনি বলেন, “সিনেমাটি শুটিংয়ের সময় নানা কারণে আলোচনায় ছিল। শেষ পর্যন্ত দর্শক দেখতে পারছেন, সেটাই আনন্দের। প্রতিক্রিয়া ভালো পাচ্ছি, এটাই সব কষ্টের পুরস্কার।”

শুটিংয়ের কঠিন অভিজ্ঞতা
মৌসুমী শুটিংয়ের দিনগুলোর নানা বিপদের কথা উল্লেখ করেন। চাঁদপুরের একটি প্রত্যন্ত অঞ্চলে শুটিংয়ের জন্য কয়েক দিন অপেক্ষা করতে হয়েছে। তিনি বলেন, “এক সময় সকালের নাশতা খাওয়া হয়নি, দুপুরের খাবার রাতে খেয়েছি। শুটিং ইউনিট যেখানে আমাদের খাবার ও থাকার ব্যবস্থা করবে, সেখানে নিজেদের টাকায় রান্না করিয়ে খাবার ব্যবস্থা করতে হয়েছে।"

যোগ্যতা বনাম বাস্তবতা
সিনেমা ও নাটকে কাজের অভিজ্ঞতা নিয়ে মৌসুমী বলেন, “শিক্ষাটা ছিল নিজেকে অভিনয়ে যোগ্য করে তোলা। এক সিনিয়র বলেছিলেন, যোগ্য হলে কাজের অভাব হবে না। কিন্তু বাস্তবতা দেখলাম ভিন্ন। ইন্ডাস্ট্রিতে যোগ্যতার চেয়ে লবিং, দলাদলি, গ্রুপিং এগুলোই বেশি প্রাধান্য পায়। সেখানেই যোগ্যতা নিয়ে অযোগ্য হয়ে গেলাম।”

হতাশা এবং পুনর্জাগরণ
একসময় কাজের অভাবে হতাশায় ভুগতে থাকেন মৌসুমী। এমনকি মানসিক চাপ এতটা বেড়ে গিয়েছিল যে, আত্মহত্যার কথাও শুনতে হয়েছে কাছের মানুষদের কাছ থেকে। তিনি বলেন, “২০২১ সালে এক অভিনেত্রী আত্মহত্যা করলে আমার কাছের একজন বলেছিল, তুই আবার এমন কিছু করবি না তো! সেই কথাটা আমাকে ভীষণ আহত করেছিল।”

দুই বছরের বিরতির পর মৌসুমী নিজেকে পুনর্গঠনের জন্য প্রকৃতি, মেডিটেশন, এবং ইতিবাচক মানসিকতায় ফিরে আসেন। তিনি বলেন, “নিজেকে ভালোবাসা শিখেছি। হিংসা কম এমন মানুষদের সঙ্গে মিশতে শুরু করেছি। পাহাড়ে ট্রেকিং করেছি। এভাবেই আবার সাহস নিয়ে ফিরেছি।”

নবীন নির্মাতাদের উদ্দেশে পরামর্শ
নতুন পরিচালক সোহেল রানার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মৌসুমী বলেন, “নতুন নির্মাতারা যেন শিল্পীদের বিপদে না ফেলেন। শুটিংয়ের খরচের টাকা আগে নিশ্চিত করা জরুরি। ৬০ জনের টিম নিয়ে ৩৭ হাজার টাকায় শুটিং সম্ভব নয়।"

নতুন প্রজেক্ট ও ভবিষ্যতের পরিকল্পনা
মৌসুমী হামিদ বর্তমানে ব্যস্ত বিশ্বাস বনাম সরকার ধারাবাহিক এবং ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে। পাশাপাশি, তিনি সংসারটাকেও আরও ভালোভাবে গোছানোর পরিকল্পনা করছেন।

নয়া মানুষ-এর সাফল্যের পর, মৌসুমী আশা করছেন যে ভালো গল্পের সিনেমায় কাজের সুযোগ পাবেন। তার মতে, “সিনেমায় কাজ করার জন্য শুধু ভালো গল্প নয়, একটা সুস্থ পরিবেশও প্রয়োজন।”

ইউ

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান

নদী ও বনভূমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: রিজওয়ানা

১৪ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৬ হাজার কোটি টাকা

এসএসসি ও সমমান ফরম পূরণের সময় বাড়ল

মহান বিজয় দিবসে জাতীয় কর্মসূচি গ্রহণ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেত্রী নিশিতা রিমান্ডে

টি-টোয়েন্টি আমাদের জন্য সবসময় কঠিন: লিটন দাস

গানে কবিতায় শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাঞ্জলি

যোগ্য হয়েও প্রাপ্য সম্মান পাইনি: মৌসুমী হামিদ

শেষ রাতে পুলিশি টহল বাড়াতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

শেখ হাসিনা পরিবারের ৫ বিলিয়ন ডলার লোপাট: অনুসন্ধানে রুল

পিলখানা হত্যাকাণ্ড: আপাতত কমিশন গঠন করছে না সরকার

’’কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশমাতৃকার মুক্তি অসম্ভব’’ উক্তি: বেগম রোকেয়া

সাত বছর পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন খালেদা জিয়া

পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে যে চুক্তি ও সমঝোতা হলো