ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, পৌষ ১১ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪

English

বিনোদন

মানুষের মতো দেখতে হলেও সবাই মানুষ না: তমা মির্জা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৯, ২৪ নভেম্বর ২০২৪

মানুষের মতো দেখতে হলেও সবাই মানুষ না: তমা মির্জা

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে কয়েক ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি কুকুর ও একটি বিড়ালের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনা ঘটেছে। কুকুর হত্যার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা।

ফেসবুকে দেওয়া পোস্টে তমা মির্জা লেখেন, ‘মানুষের মতো দেখতে বলেই সবাই মানুষ হয় না। আপনি মানুষ হয়েছেন কিনা সেটা পরীক্ষা করার সহজ একটা উপায় হলো, অন্য একটা প্রাণী আপনাকে বিশ্বাস করে কিনা, আপনাকে ভালোবাসে কিনা সেটা যাচাই করা।’

ব্যাখ্যা করে তমা মির্জা লেখেন, ‘একটা কুকুর যদি আপনার পাশে নির্ভয়ে বসে, একটা বেড়াল যদি আপনার উপরে আস্থা রাখে, একটা পাখি যদি আপনার দেয়া খাবার নির্ভয়ে খায় তাহলে বুঝবেন আপনি মানুষ হয়েছেন। আপনি যদি কোনো প্রাণীর বিশ্বাসের অমর্যাদা না করেন, তাহলে আপনি মানুষ হয়েছেন। অন্য প্রাণীরাই সাক্ষী দেবে আপনি মানুষ নাকি মানুষের মতো শুধু দেখতে একটা উদ্ভট প্রাণী।

ঢালিউড অভিনেত্রী তমা মির্জা এমবি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষিক্ত হন। ‘নদীজন’ চলচ্চিত্র অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব-চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন তমা মির্জা।

গত শুক্রবার রাতে জাপান গার্ডেন সিটিতে বেওয়ারিশ তিনটি কুকুর ও একটি বিড়ালের মৃত্যু হয়। প্রাণীদের কল্যাণে কাজ করা অলাভজনক সংস্থা ‘দ্য পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছে। তারা এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে গতকাল আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

দ্য পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমন্বয়ক কাজী নওশেবা আহমেদ বলেন, ‘আমরা জানতে পেরেছি ১০টি কুকুর ও একটি বিড়ালকে মেরে ফেলা হয়েছে। এর মধ্যে তিনটি কুকুর ও একটি বিড়াল ছাড়া বাকিগুলোকে সরিয়ে ফেলা হয়। আমরা প্রথমে এই প্রাণীগুলোর ময়নাতদন্ত করাব। এরপর আদালতে মামলা করব।’

ইউ

নরসিংদীতে ছাত্রদলকর্মীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

অভিযুক্তদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি মহিলা পরিষদের 

নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিলল পুকুরে

ইসলামী ব্যাংকের বঙ্গবাজার উপশাখা উদ্বোধন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ প্রাণহানি 

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার সময় বাড়ল

বিদ্যুৎহীন সচিবালয়ে কাজে স্থবিরতা

সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি

এবার মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

সচিবালয়ে আগুন : হুঁশিয়ারি সারজিস আলমের

ক্ষতিগ্রস্ত সচিবালয় ভবন পরিদর্শনে উপদেষ্টারা

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটারের মৃত্যু

গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত 

‘অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে’