সংগৃহীত ছবি
কিছু মানুষের কখনও মৃত্যু হয় না। আর হয় না বলেই তারা বেঁচে থাকেন তাদের কাজকর্মে। এমন একজন বিপ্লবী গায়ক সঞ্জীব চৌধুরী। ‘দলছুট’ ব্যান্ডের বাপ্পা মজুমদার এখনও কোনো কনসার্টে, টেলিভিশন অনুষ্ঠানে গান গাইতে গেলে সঞ্জীব চৌধুরীর লেখা, সুর করা, গাওয়া গানের অনুরোধ প্রতিনিয়ত পেতে থাকেন। না থেকেও কীভাবে শব্দ-সুরে বেঁচে আছেন তিনি– ‘আমি তোমাকেই বলে দিব’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ ও ‘বায়োস্কোপ’ গানের মানুষটা।
আজ সেই সংগীতশিল্পী, গীতিকবি ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর ১৭তম মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের ১৯ নভেম্বর তিনি চলে যান না ফেরার দেশে। ব্যান্ডদল ‘দলছুট’-এর প্রতিষ্ঠাতা ও অন্যতম প্রধান সদস্য ছিলেন তিনি। সঞ্জীব চৌধুরী ও বাপ্পা মজুমদার দু’জনে মিলে তৈরি করেছিলেন ‘দলছুট’ ব্যান্ডের অ্যালবামগুলো: ‘আহ্’ (১৯৯৭), ‘হৃদয়পুর’ (২০০০), ‘আকাশচুরি’ (২০০২) ও ‘জোছনা বিহার’ (২০০৭)।
সঞ্জীব চৌধুরী ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম গোপাল চৌধুরী ও মা প্রভাষিনী চৌধুরীর ৯ সন্তানের মধ্যে সঞ্জীব ছিলেন সপ্তম।
//এল//