ছবি: জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসার প্রিন্সিপাল দিলাওয়ার হুসাইন...
জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসার প্রিন্সিপাল দিলাওয়ার হুসাইন (দামাত বা.) বলেছেন, দেহের মতো রুহকে সুস্থ রাখতে হয়। ‘রুহ’ সস্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, মানবসত্তার দৃশ্যমান ও অদৃশ্যমান দুটি রূপ রয়েছে। মানবসত্তার একটি বাহ্যিক দৃশ্যমান উপস্থিতি ‘দেহ’। মানবরূপী এই দৃশ্যমান (দেহ) উপস্থিতি নিয়ন্ত্রিত হয় অদৃশ্য এক স্বত্তা দ্বারা। ‘রুহ’ সেই সত্ত্বা। দেহ ঠিক রাখার জন্য যেমন চিকিৎসাজ্ঞানের চর্চা রয়েছে, তেমনি সত্যিকারের ‘মানব’ রূপে নিজকে প্রতিষ্ঠায় এবং জাগতিক ও পরজাগতিক এবং মহাজাগতিক সার্বিক কল্যাণ হাসিলে রুহের পরিশুদ্ধতা বা সুস্থতা অর্জনের কোনো বিকল্প নাই।
১৯ জানুয়ারি (শুক্রবার) বিকালে বাদ আসর রাজধানীর মিরপুরে আল-মদিনা ইসলামি একাডেমি ও মাদরাসার হিফজ সমাপনকারী ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে শেষ বক্তা হিসেবে আলোচনায় তিনি এসব কথা বলেন। আলম ট্রাস্টের অর্থায়নে অনুষ্ঠিত এ মাহফিলে আলম ট্রাস্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং আল-মদিনা জামে মসজিদের সভাপতি আলহাজ মো. আলমগীর কবীর আলম সভাপতিত্ব করেন। মাহফিলে শিক্ষাপ্রতিষ্ঠানটির হিফজ সম্পন্ন করা ৭ ছাত্রের মাথায় পাগড়ি পরিয়ে দেয়া হয়।
জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসার প্রধান মুফতি দিলাওয়ার হুসাইন বলেন, রুহ ও দেহ সত্তার সমন্বিত সুস্থতায় সম্মিলিত বিশুদ্ধ একটি ‘মানবশক্তি’ উপার্জনে করণীয় দিকনির্দেশনা সমন্ধীয় পরিপূর্ণ জ্ঞানার্জন পবিত্র কুরআন এবং সুন্নাহ দর্শন চর্চার মাধ্যমেই সম্ভব। আর মাদরাসাগুলোতে রুহ ঠিক রাখার জ্ঞান চর্চায় শিক্ষার্থীদের নিয়ে কাজ করেন শিক্ষকরা। এসময় মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জ্ঞান চর্চার ফলে সামাজের ভারসাম্য বজায় থাকছে বলে উল্লেখ করেন মুফতি দিলাওয়ার হুসাইন। তিনি মাদরাসা শিক্ষার প্রতি সমাজের সবাইকে ইতিবাচক মনোভাব পোষণের আহ্বান জানিয়ে সংসারসমাজে আর্থিক উপার্জনের ক্ষেত্রে বাস্তবতা থেকে নেয়া অজস্র উপাখ্যানের দু্’একটির উদাহরণ টেনে সমালোচনামূলক সংক্ষিপ্ত ব্যাখ্যা তুলে ধরেন।
মসজিদুল আকবরের খতিব দিলাওয়ার হুসাইন বলেন, শুধু আল্লাহ’র সন্তুষ্টির লক্ষ্যে পরকালীন শান্তি হাসিলের ভাবনাই রুহুকে আত্মতুষ্টি ও শুদ্ধতা লাভের উপায় দেখাতে পারে।
মাহফিলে আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন- মিরপুর আজমা মহিলা মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস হাফেজ মাওলানা মুফতি ইমরান হুসাইন কাসেমী, জামিয়া শরইয়্যাহ’র প্রধান মুফতি ও আল-মদিনা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হারুনুর রশিদ (দালান তারকাতুহান), মারকাযু ফাজিল কুরআন আল ইসলামি ঢাকার মুহাদ্দিস মাওলানা মুফতি রুহুল্লাহ নোমানী (দামাত বারাকাতুহুম), ফরিদপুরের সালথায় অবস্থিত বাহিরদিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুফতি ইমরান বিন আকরাম আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার।
অভ্যর্থনায় ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হাফেজ মাওলানা ছানাউল্লাহ।
আল-মদিনা ইসলামি একাডেমি ও মাদরাসা থেকে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীরা হলো:
১। হাফেজ মুহা. জাকারিয়া মাহ্মুদ শাহান
পিতার নাম. মুহা. জসিম উদ্দিন
গ্রাম: আসলামপুর
ডাকঘর :
থানা: চরফ্যাশন
জেলা: ভোলা
২। হাফেজ মুহা. মির্জা রাফিদ হাসনায়েন
পিতার নাম: মুহা. মির্জা গোলাম হাসনায়েন
গ্রাম: গোপাল পুর
ডাকঘর: পাবনা সদর
থানা: পাবনা সদর
জেলা: পাবনা
৩। হাফেজ মুহা. মাসউদুর রহমান
পিতার নাম: মুহা. মাফিজুর রহমান
গ্রাম: শালকী কবিরাজ পাড়া
ডাকঘর: জালাল পুর
থানা: কতোআলী
জেলা: দিনাজপুর
৪। ছাত্রের নাম: হাফেজ মুহা. আব্দুর রহমান
পিতার নাম: মুহা. মুস্তাকিম মিয়া
গ্রাম: আফতাব নগর
ভাকঘর: আফতাব নগর
থানা: সাঁথিয়া
জেলা: পাবনা
৫। ছাত্রের নাম: হাফেজ মুহা. তামিম হাসান
পিতার নাম: মুহা. ফজলুর রহমান
গ্রাম: কচুয়া খালী
ডাকঘর : গজারিয়া
থানা: লালমহন
জেলা: ভোলা
৬। ছাত্রের নাম: হাফেজ মুহা. সাব্বির আহমাদ
পিতার নাম: মুহা. কবির হোসেন পাটোয়ারী
গ্রাম: দক্ষিণ মজুপুর
ডাকঘর: লক্ষীপুর
থানা: লক্ষ্মীপুর
জেলা: লক্ষ্মীপুর
৭। ছাত্রের নাম: হাফেজ মুহা. ফাহিম
পিতার নাম: মুহা. আলাউদ্দিন
গ্রাম: নাজিম উদ্দিন
ডাকঘর: কেরামত গঞ্জ
থানা: চরফ্যাশন
জেলা: ভোলা
ইউ