
ছবি সংগৃহীত
চলতি বছর ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৩ থেকে ২১ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করতে পারবেন এবং ২২ এপ্রিল পর্যন্ত ফি পরিশোধের সুযোগ থাকবে।
বুধবার (৯ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৩ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফি দিয়ে তাদের ফরম পূরণ করতে পারবেন। এরপর ২২ এপ্রিলের মধ্যে সোনালী সেবার মাধ্যমে তাদের ফি পরিশোধ করতে হবে। এছাড়া, উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণ শেষ করবে এবং প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।
এছাড়া, ২ মার্চ থেকে শুরু হয়ে ১৭ মার্চ পর্যন্ত ফরম পূরণ কার্যক্রম চলেছিল।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২৬ জুন শুরু হবে এবং পরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত চলবে। এছাড়া, ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট পর্যন্ত চলবে।
ইউ