
ছবি সংগৃহীত
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে গোলমাল সৃষ্টি হয়েছে, এবং এর ফলে বারবার সময়সূচির পরিবর্তন করতে হচ্ছে। এবার দাখিল পরীক্ষার সময়সূচি দ্বিতীয়বারের মতো সংশোধন করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
বুধবার (২৬ মার্চ) মাদরাসা বোর্ড তাদের ওয়েবসাইটে ‘সর্বশেষ সংশোধিত’ দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। এতে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে এবং ব্যবহারিক পরীক্ষার সূচিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত সূচি অনুযায়ী, দাখিলের বাংলা প্রথমপত্র পরীক্ষা আগের নির্ধারিত ২০ এপ্রিলের পরিবর্তে ২১ এপ্রিল, সোমবার অনুষ্ঠিত হবে। এছাড়া, উচ্চতর গণিত পরীক্ষা, যা আগে ১২ মে, সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি পরিবর্তন করে ১৫ মে, বৃহস্পতিবার করা হয়েছে।
এছাড়া, ব্যবহারিক পরীক্ষা শুরুর তারিখও পরিবর্তন করা হয়েছে। আগের সূচি অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা ১৪ মে শুরু হয়ে ১৮ মে শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন সূচিতে ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২৪ সালের দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১০ এপ্রিল। এই বছর সারাদেশ থেকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৯৫ হাজার ৭২৬ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় ৫৩ হাজার ৪১৩ জন বেশি।
এছাড়া, মাদরাসা বোর্ড সূত্র জানায়, গত বছর এই বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন শিক্ষার্থী।
ইউ