
সংগৃহীত ছবি
আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন দি বাওয়ানিয়ানন্স আয়োজিত ইফতার মাহফিল ২১ মার্চ , শুক্রবার , ২০ শে রমজান কারা কনভেন্সন সেন্টার, ঢাকাতে অনুষ্ঠিত হয়।
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে ঈফতার মাহফিলে স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষক শিক্ষিকারাও অংশগ্রহন করেন।
বাওয়ানীয়ান্স এর সভাপতি মোঃ নিজামউদ্দিন এর সভাপতিত্বে এই ইফতার এর আয়োজনে স্কুলের বর্তমান ও সাবেক সকল শিক্ষক শিক্ষিকাকে প্রধান অতিথি হিসেবে সম্মানিত করা হয়।
মাহফিলে দেশে ও বিশ্বের সার্বিক পরিস্থিতি ও মুসলমানদের উপর হতে বিভিন্ন অপশক্তি হতে রক্ষা করার জন্য মহান আল্লাহপাকের কাছে দোয়া ও মোনাজাত করা হয়।
বাওয়ানীয়ান্সরা সকলে ঐক্যবদ্ধ থেকে সব সময় একে অপরের বিপদ-আপদ, সুখ-দুঃখে এক অপরের পাশে থেকে দেশের অন্যতম ও দৃষ্টান্তমূলক সংগঠন হিসেবে প্রমান করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।ইফতার মাহফিলে সিনিয়র ছাত্র ছাত্রীরা বক্তব্যে নবীন ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ এ সুন্দর ও সফল হওয়ার
দিকনির্দেশনা ও পরার্মশও প্রদান করেন।
//এল//