
ছবি: উইমেনআই২৪ ডটকম
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শুরু হলো ৫ দিনব্যাপী পেইন্টিং কর্মশালা ‘স্বদেশনামা’।
বুধবার (১৯ মার্চ) বেলা ২টায় জাতীয় চিত্রশালা ভবনে এই কর্মশালা শুরু হয়। ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কর্মশালা চলবে। ৫ দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন বরেণ্য শিল্পী আবদুস শাকুর শাহ। কর্মশালায় ১৫ জন নারীশিল্পী অংশগ্রহণ করছেন।
এই কর্মশালার কেন্দ্রীয় ধারণা ‘স্বোপার্জিত শিল্প’, যার সূত্র ধরে অংশগ্রহণকারীরা স্থানিক চরিত্র সম্পর্কে সচেতন হয়ে ছবি আঁকার প্রয়াস পাবেন। বরেণ্য শিল্পী আবদুস শাকুর শাহ তাঁর আপন চর্চার সূত্রে শিল্পীদের দেশজ চরিত্র বিষয়ে সচেনতার বৃদ্ধির বিষয়টি উপজীব্য করে এই কর্মশালা পরিচালনা করবেন।
ইউ