
ফাইল ছবি
রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ চূড়ান্ত করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক আয়োজিত এক সভায় শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদল এই সিদ্ধান্তে পৌঁছায়।
এ সভায়, শিক্ষার্থীদের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে দুটি মতামত উঠে আসে। এর মধ্যে ১৭ জন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামের পক্ষে মত দেন। অন্যদিকে, কিছু শিক্ষার্থী এই নামের বিরোধিতা করেন এবং ‘ফেডারেল ইউনিভার্সিটি’ নামের পক্ষে মতামত দেন। তারা উল্লেখ করেন যে, ঢাকা কলেজের পূর্ব নাম ছিল ‘ঢাকা সেন্ট্রাল কলেজ’। তবে পরবর্তীতে ইউজিসি শিক্ষার্থীদের নিজেদের মধ্যে আলোচনা করার সুযোগ দেয়, এবং তারা শেষে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামের পক্ষে ঐক্যমত্য প্রকাশ করেন।
এ বিষয়ে ১৩ মার্চ ইউজিসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, যাতে জানানো হয় যে, সাত কলেজের নামকরণ-সংক্রান্ত বিষয়ে ছাত্র প্রতিনিধিদের টিম লিডারদের মতবিনিময় সভা আয়োজন করা হবে। ১৬ মার্চ সকালে ইউজিসির কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় এই নাম চূড়ান্ত হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
২০১৭ সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর পরিচালনায় নানা অনিয়মের কারণে গত বছর অক্টোবর থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। পরে, ডিসেম্বর মাসে সরকার একটি বিশেষ কমিটি গঠন করে, যা দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে কলেজগুলোর পৃথকীকরণের সম্ভাব্যতা যাচাই এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করে।
এখন, নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ চূড়ান্ত হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র-শিক্ষক সমাজে নতুন এক দিগন্তের সূচনা হতে যাচ্ছে।
ইউ