ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০৫ ফেব্রুয়ারি ২০২৫

English

শিক্ষা

২০ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২, ৪ ফেব্রুয়ারি ২০২৫

২০ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা

ফাইল ছবি

অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় চলতি শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এ বছর গুচ্ছ পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষ জানিয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনো গুচ্ছ পরীক্ষায় থাকা বা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।

মোট অন্তত ৭টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর গুচ্ছ পদ্ধতি অব্যাহত রাখার দাবিতে ভর্তি প্রার্থীরা বিক্ষোভ করেন।

আজ দুপুরেও শিক্ষার্থীরা ইউজিসি কার্যালয়ে জড়ো হয়ে দুটি গেট অবরোধ করে। গুচ্ছ পদ্ধতি অব্যাহত রাখার পক্ষে তারা স্লোগান দেন। তবে, বৈঠকের পর সিদ্ধান্ত জেনে তারা গেট খুলে দেয়।

শিক্ষার্থীদের একজন সিয়াম আহমেদ বলেন, 'আপাতত, আমরা বিক্ষোভ স্থগিত করছি। তবে আমরা নিশ্চিত হতে চাই যে এই ২০ বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত থাকবে।'

এর আগে গত ২৬ জানুয়ারিও শিক্ষার্থীরা একইভাবে ইউজিসি গেট তালাবদ্ধ করে বিক্ষোভ করে। পরে শিক্ষা মন্ত্রণালয় গুচ্ছ পদ্ধতি অব্যাহত রাখার নির্দেশ দেওয়ার পর তারা সাময়িকভাবে বিক্ষোভ স্থগিত করে।

ইউ

সরিষাবাড়ীত বিএনপির বিক্ষোভ মিছিল

২০ লক্ষ টাকা জিতে নেওয়ার সুযোগ

বানারীপাড়ায় মাসব্যাপি সূর্যমণি মেলা শুরু

১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

আগরতলা মিশনে বুধবার থেকে ভিসা সেবা চালু করবে বাংলাদেশ

আগরতলা মিশনে ভিসা সেবা চালু হচ্ছে বুধবার

ইজতেমায় দ্বিতীয় ধাপে ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে

২০ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা

‘গত কয়েকদিন হত্যা ও ধর্ষণের অসংখ্য হুমকি পেয়েছি’

রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল

সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি

ঝিকরগাছায় নারীকে বেঁধে রেখে মারপিট, জড়িতদের শাস্তি দাবি

নোয়াখালীতে শিশু ধর্ষণে চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

পোষ্য কোটা ইস্যুতে উত্তাল জাবি

পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন