সংগৃহীত ছবি
ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিলসহ বিভিন্ন দাবিতে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি মোড় ও মিরপুর সড়কের টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
রোববার সন্ধ্যার দিকে একে একে এসব মোড় অবরোধ শুরু হলে আশপাশের সড়কগুলোয় তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় ভোগান্তিতে পড়েছেন মানুষ, বিশেষ করে অফিস ফেরত চাকুরিজীবীরা।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসব জায়গায় ছাত্ররা অবরোধ শুরু করে বলে পুলিশের তরফে বলা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার রাজীব গাইন বলেন, ঢাকা কলেজের ছাত্ররা সায়েন্স ল্যাবরেটরি মোড় আটকে রেখেছে। একই কলেজের আরেকটি অংশ অবস্থান নিয়েছে শাহবাগ মোড়ে।
ডিএমপির মিরপুর বিভাগের সহকারী কমিশনার বিমল চন্দ্র বর্মন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার পর বাংলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় অবরোধ করেন।
“মাঝখানে কিছুক্ষণের জন্য তারা অবরোধ তুলে নিয়েছিলেন। কিন্তু কিছু সময় পর আবারও গিয়ে সড়কে বসে পড়েন। অবরোধের কারণে যান চলাচল বন্ধ আছে।”
এদিকে অবরোধের প্রভাবে ঢাকার প্রবেশপথ গাবতলী থেকে শুরু করে কল্যাণপুর ও শ্যামলীসহ পুরো মিরপুর রোড যানজটে আটকে পড়েছে।
সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ‘ফোকাল পার্সন’ ও ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “সাত কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে কিছু দাবি জানাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের কাছে গিয়েছিলাম। কিন্তু উপ-উপাচার্য আমাদের অপমান করেছেন। এর প্রতিবাদে আমরা সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোড অবরোধ করেছি।”
তিনি বলেন, “উপ-উপাচার্যকে সাত কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি যদি এখন এসে আমাদের কাছে ক্ষমা চান, তাহলে আমরা সড়ক ছেড়ে দেব।”
//এল//