ফাইল ছবি
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ পাবেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর।
রবিবার (১৫ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যান্য শিক্ষা বোর্ডও তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
গত ১ ডিসেম্বর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। প্রাথমিকভাবে ৯ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হলেও পরে তা বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হয়েছিল। এবার বিলম্ব ফিসহ আরও তিন দিন সময় বাড়িয়ে ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেয়া হয়েছে।
বিলম্ব ফি নিয়ে বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ১০০ টাকা বিলম্ব ফি নিতে পারবে। তাছাড়া শিক্ষার্থীদের কাছে নবম ও দশম শ্রেণি মিলিয়ে ২৪ মাসের বেশি বেতন ও সেশন চার্জ আদায় করা যাবে না।
ফরম পূরণের বাড়তি এই সময় শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে বাড়তি সহায়তা দেবে বলে আশা করা হচ্ছে। তবে বিলম্ব ফি সংক্রান্ত নিয়মাবলি মেনে চলতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এখন যারা ফরম পূরণ করতে পারেনি, তাদের জন্য এটি চূড়ান্ত সুযোগ। তাই শিক্ষার্থীদের দ্রুততার সঙ্গে প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড।
ইউ