
ফাইল ছবি
দেশের বাজারে আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করেছে ভোজ্যতেল মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর আগে এই দাম ছিল ১৭৫ টাকা।
রোববার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে সংগঠনটি জানায়, আজ থেকেই নতুন মূল্য কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। একইসঙ্গে খোলা সয়াবিন ও পাম তেলের দামও বাড়ানো হয়েছে—প্রতি লিটার ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫৭ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে পাঠানো এক চিঠিতে মিলমালিকেরা জানিয়েছেন, রমজান উপলক্ষে সরকার যেসব শুল্ক ও কর রেয়াত দিয়েছিল, তার মেয়াদ ৩১ মার্চ শেষ হয়েছে। এর প্রেক্ষিতেই ১ এপ্রিল থেকে নতুন দাম কার্যকরের প্রস্তাব দেওয়া হয়।
ঈদের আগে ২৭ মার্চ মিলমালিকেরা এক প্রস্তাবে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম ১৩ টাকা বাড়ানোর কথা জানায়। এরপর সরকার ও ব্যবসায়ীদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। গত সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মূল্য নির্ধারণ নিয়ে আলোচনার পর শেষ পর্যন্ত ১৪ টাকা বৃদ্ধিতে একমত হয় সংশ্লিষ্ট পক্ষগুলো।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম সমন্বয় করা হয়েছিল, তখন প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা।
ইউ