ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ১৬ এপ্রিল ২০২৫

English

অর্থনীতি

বাংলাদেশে আরো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৬, ৮ এপ্রিল ২০২৫

বাংলাদেশে আরো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি

ছবি সংগৃহীত

পাঁচটি বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ইতিমধ্যে বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে এবং সংস্থাটি ভবিষ্যতে আরও এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই তথ্য জানান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, বিদেশি বিনিয়োগকারীরা দুই প্রধান বিষয় নিয়ে প্রশ্ন করছেন—প্রথমত, বাংলাদেশে ব্যবসা করলে কী ধরনের সুবিধা পাওয়া যাবে, এবং দ্বিতীয়ত, বর্তমানে যারা ব্যবসা করছেন, তারা কী ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন এবং সেগুলোর সমাধানে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া, তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকারীরা সরকারের পক্ষ থেকে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করার উদ্যোগ সম্পর্কে জানতে আগ্রহী।

তিনি বলেন, এই সম্মেলনের লক্ষ্য শুধুমাত্র বিনিয়োগ আনা নয়, বরং নেটওয়ার্কিং করা। "আমরা এখানে নেটওয়ার্কিংকে প্রধান্য দিচ্ছি," বলেন তিনি।

ইজ অব ডুয়িং বিজনেস সূচক প্রসঙ্গে তিনি বলেন, এই সূচক বেশ আগে তৈরি করা হয়েছিল এবং এখন আর এটি অনুসরণ করা উচিত নয়। ‘পৃথিবীর কোথাও সমস্যা নেই এমন কোনো বাজার নেই," উল্লেখ করে তিনি বলেন, "সব দেশের কিছু না কিছু সমস্যা রয়েছে এবং বাংলাদেশও সেগুলো সমাধানের চেষ্টা করছে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের প্রভাব সম্পর্কে তিনি জানান, এই ট্যারিফের সমস্যা শুধু বাংলাদেশের নয়, বরং পুরো বিশ্বের। তিনি বলেন, ‘এটি একটি বৈশ্বিক সমস্যা।’ তিনি আরো জানান, প্রধান উপদেষ্টা ট্রাম্প প্রশাসনকে এরই মধ্যে একটি চিঠি দিয়েছেন এবং সেই চিঠিটি পাবলিক করা হয়েছে।

একটি চীনা কোম্পানি সাড়ে তিন বছর ধরে লাইসেন্স পেতে পারছে না এমন একটি প্রশ্নের উত্তরে বিডা চেয়ারম্যান বলেন, ‘আমরা শুনেছি, সাড়ে তিন বছর ধরে একটি চীনা কোম্পানি ঘুরছে কিন্তু লাইসেন্স পাচ্ছে না। তবে, তাদের নাম এবং কী কারণে তারা লাইসেন্স পায়নি, তা আগামী এক সপ্তাহের মধ্যে জানানো হবে।’

তিনি বলেন, ‘ব্রিকসের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের প্রতি তাদের ধারণা অনেক পজেটিভ।’ এছাড়া, তিনি উল্লেখ করেন যে ব্রিকস সম্প্রতি ওয়াসার সঙ্গে একটি প্রজেক্ট শুরু করেছে এবং তারা চাচ্ছে শুধু সরকারি খাত নয়, বেসরকারি খাতেও তাদের ফান্ড দিতে।

এদিন, ৭ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন ছিল এটি। বিডা আয়োজিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ ৪০টি দেশের বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। সম্মেলনে শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব এবং বাণিজ্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বৃহৎ কর্পোরেশনও অংশগ্রহণ করছে।

ইউ

চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করল ট্রাম্প

টিউলিপকে দেশে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে দুদক

সরকারি প্রতিষ্ঠানে দৈনিক ভিত্তিতে শ্রমিক নিয়োগের নীতিমালা

ইসলামী ব্যাংক পরিবারের মেধাবী সন্তানদের সংবর্ধনা প্রদান

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা জাভেদ হাসপাতালে ভর্তি

বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা ​​​​​​​

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে

সরকারের নতুন আউটসোর্সিং নীতিমালা জারি

খুলনায় ট্রেন আটকে দিল শিক্ষার্থীরা, সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ

স্ত্রীকে বয়কটের ঘোষণা দিলেন হিরো আলম

ড. ইউনুসের সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপি

আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন

রাজধানীতে পলিটেকনিকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত 

বাগেরহাটের শরণখোলায় অবৈধ ড্রেজার জব্দ