ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ১৬ এপ্রিল ২০২৫

English

অর্থনীতি

বাংলাদেশের পোশাকে উচ্চ শুল্ক আরোপের বিরুদ্ধে পল ক্রুগম্যানের মন্তব্য

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৯, ৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:২৯, ৮ এপ্রিল ২০২৫

বাংলাদেশের পোশাকে উচ্চ শুল্ক আরোপের বিরুদ্ধে পল ক্রুগম্যানের মন্তব্য

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যার মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। তবে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে মতামত প্রকাশ করেছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। তিনি বলেছেন, বাংলাদেশের পোশাকে উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি।

নিউইয়র্ক টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে পল ক্রুগম্যান বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত মার্কিন ক্রেতাদের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এতে মার্কিন নাগরিকদের জীবন আরও নিরাপদ হবে এমন সম্ভাবনা নেই, বরং তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে।’

ক্রুগম্যান যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তার কথা বলে উৎপাদন ফিরিয়ে আনার চেষ্টা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ হলেও বন্ধুস্থানীয় ও প্রতিবেশী দেশগুলিতেও উৎপাদন করা প্রয়োজন। এতে সরবরাহব্যবস্থার ওপর ভরসা রাখা যায়।’ তার মতে, বাংলাদেশ, ভিয়েতনাম, কানাডা ও মেক্সিকোর মতো দেশগুলোর পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি।

এছাড়া, ক্রুগম্যান মার্কিন বাণিজ্য বিশেষজ্ঞ রবার্ট লাইথিজারকে নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘লাইথিজার ওয়াশিংটনে বাণিজ্য সংরক্ষণবাদী হিসেবে পরিচিত, কিন্তু তার কাজ খুব ভালো বোঝেন। তিনি স্বাধীনচেতা এবং ট্রাম্প প্রশাসনে তার ঠাঁই হয়নি। যদি তিনি সেখানে থাকতেন, তবে হয়তো বলতেন, বাংলাদেশের পণ্যে শুল্ক আরোপ করা যাবে না।’

বাণিজ্য-ঘাটতি প্রসঙ্গে ক্রুগম্যান বলেন, ‘কোনো দেশের সঙ্গে বাণিজ্য-ঘাটতি থাকা মানে এই নয় যে সেই দেশ অন্যায্য বাণিজ্যনীতি অনুসরণ করছে।” তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি নিয়ে প্রশ্ন তোলেন, বিশেষ করে শুল্ক নির্ধারণের পদ্ধতি নিয়ে। তার মতে, “শুল্ক নির্ধারণের যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, তা বাস্তবসম্মত নয়।’

পল ক্রুগম্যান ২০০৮ সালে নোবেল পুরস্কার লাভ করেন এবং আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন ও মুদ্রানীতির বিষয়ে তিনি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।

ইউ

চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করল ট্রাম্প

টিউলিপকে দেশে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে দুদক

সরকারি প্রতিষ্ঠানে দৈনিক ভিত্তিতে শ্রমিক নিয়োগের নীতিমালা

ইসলামী ব্যাংক পরিবারের মেধাবী সন্তানদের সংবর্ধনা প্রদান

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা জাভেদ হাসপাতালে ভর্তি

বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা ​​​​​​​

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে

সরকারের নতুন আউটসোর্সিং নীতিমালা জারি

খুলনায় ট্রেন আটকে দিল শিক্ষার্থীরা, সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ

স্ত্রীকে বয়কটের ঘোষণা দিলেন হিরো আলম

ড. ইউনুসের সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপি

আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন

রাজধানীতে পলিটেকনিকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত 

বাগেরহাটের শরণখোলায় অবৈধ ড্রেজার জব্দ