
ছবি সংগৃহীত
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আইএমএফের মূল ফোকাস হল ট্যাক্স-জিডিপি রেশিও বাড়ানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা এবং বাজেটে ঘাটতি কমানো।
রবিবার (৬ এপ্রিল) সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা ভ্যাটের হার সিঙ্গেল রেটে নামিয়ে আনার চেষ্টা করছি। তবে একবারে এটি সম্ভব নয়।" তিনি আরও বলেন, "আইএমএফের কনসার্ন মূলত রেভিনিউ জেনারেশন, বাজেট সাইজ, ডেফিসিট (ঘাটতি) নিয়েই আলোচনা হয়েছে।’
আইএমএফ ঋণের কিস্তির বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ঋণের দুই কিস্তি একবারে দেওয়া হবে। তারা বর্তমানে রিভিউ করছে। ট্যাক্স-জিডিপি রেশিও ৭ শতাংশ থেকে বাড়ানোর জন্য আমাদের কী পদক্ষেপ নেওয়া হবে, তার ওপর আলোচনা হবে।’ তিনি আরো জানান, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক হবে এবং লোন রেজুলেশন নিয়ে আলোচনা চলবে।
আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়ার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং বলেন, ‘১৯ এপ্রিল আমি তাদের সঙ্গে বৈঠকে বসব, পরে মে-জুনে একটি রিভিউ বৈঠক হবে, যা তাদের সুপারিশ নির্ধারণ করবে।’
অর্থ উপদেষ্টা বলেন, "আইএমএফ জানিয়েছে, বাংলাদেশের অর্থনীতি এখন মোটামুটি স্থিতিশীল, গতিশীল এবং সঠিক পথে আছে। তবে আরও কিছু ডিটেইল বিষয় তারা রিভিউ করার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।"
এছাড়া, বাংলাদেশের ট্যাক্স-জিডিপি রেশিও প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের রেশিও ৭.৫ শতাংশ, যা নেপালের চেয়ে কম। ভারতসহ অন্যান্য দেশের তুলনায় আমাদের রেশিও অনেক কম।’
অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘ওরা বলছে, আমাদের রেশিও কম হওয়ার কারণ হচ্ছে অনেক লোক যাদের আয় আছে, তারা ট্যাক্স রিটার্ন দিচ্ছে না।’
এদিকে, ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করবো।’
ইউ