
ফাইল ছবি
ঈদুল ফিতর উপলক্ষে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহে দেখা দিয়েছে একটি ইতিবাচক প্রবণতা। চলতি মার্চ মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা মোট ২২৫ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় ২৭ হাজার ৪৭৪ কোটি টাকার সমান।
এ সময়ের মধ্যে গড়ে প্রতিদিন ১২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার ৪৬৪ কোটি টাকা। এ প্রবাহ অব্যাহত থাকলে মার্চ মাসে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত বছরের আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রবাসী আয়ের গতি ধীরে ধীরে বাড়তে শুরু করে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের ডিসেম্বরে ইতিহাসে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স আসে, যা আগের বছরের ডিসেম্বরের চেয়ে প্রায় ৬৫ কোটি ডলার বেশি ছিল।
অর্থপাচার কমানো এবং হুন্ডি ব্যবসার দৌরাত্ম্য হ্রাস পাওয়ার ফলে প্রবাসীরা এখন বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হচ্ছেন। বিশেষত, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এই প্রবাহে আরো বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম আট মাসে প্রবাসীরা মোট এক হাজার ৮৪৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের প্রথম আট মাসের তুলনায় ৩৫৫ কোটি ডলার বেশি। ২০২৪ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতেও যথাক্রমে ২১৯ কোটি এবং ২৫৩ কোটি ডলারের রেমিট্যান্স পাঠানো হয়েছে।
এছাড়া, গত ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রায় প্রতিটি মাসেই দুই বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রবাহিত হয়েছে। ২০২০ সালের করোনা-পরবর্তী সময়ে রেকর্ড ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসলেও, ডিসেম্বরে এই পরিমাণ ছাড়িয়ে গিয়েছে।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে দাঁড়িয়ে থাকা রেমিট্যান্স প্রবাহ ঈদুল ফিতরের আগে বাড়তে থাকায় দেশটির অর্থনৈতিক পরিস্থিতি আরও শক্তিশালী হওয়ার আশা করা হচ্ছে।
ইউ