
ছবি সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র বিদ্রোহীরা কোয়েটা থেকে রাওয়ালপিন্ডিগামী জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে, যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) নিশ্চিত করেছে যে, তারা এই হামলা চালিয়েছে এবং দাবি করেছে, বর্তমানে তারা ট্রেনটির নিয়ন্ত্রণে রয়েছে।
পাকিস্তানি পুলিশ জানিয়েছে, হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে ট্রেনের চালকও রয়েছেন। পুলিশ আরও জানায়, হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় কার্যক্রম শুরু হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, বেলুচিস্তানের বোলান জেলায় পেশোয়ারগামী একটি যাত্রীবাহী ট্রেনে মঙ্গলবার বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় ট্রেনটি পাহাড়ি একটি টানেলে আটকা পড়ে, এবং সেখানে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
রেলওয়ের কন্ট্রোলার মুহাম্মদ কাশিফ জানিয়েছেন, ট্রেনটিতে মোট ৯টি বগি ছিল এবং এতে প্রায় ৫০০ জন যাত্রী ছিলেন। সশস্ত্র হামলাকারীরা ট্রেনটি টানেল নম্বর ৮-এ থামিয়ে দিয়েছে, এবং যাত্রী ও রেলকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
বেলুচিস্তান সরকার জরুরি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে এবং সিভিল হাসপাতালসহ স্বাস্থ্যসেবা প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি, দুর্গম পার্বত্য পথের কারণে উদ্ধার কার্যক্রমে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন মুখপাত্র শাহিদ রিন্দ।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি হামলার নিন্দা জানিয়ে বলেন, নিরীহ যাত্রীদের ওপর হামলা চালানো বর্বরদের জন্য কোনো ছাড় নেই।
উল্লেখ্য, গত বছর অক্টোবরে কোয়েটা ও পেশোয়ারের মধ্যে ট্রেন সেবা দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হয়। বেলুচিস্তানে গত এক বছরে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের নভেম্বরে কোয়েটা রেলস্টেশনে আত্মঘাতী হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৬২ জন আহত হন।
ইউ