ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ১৩ ফেব্রুয়ারি ২০২৫

English

অর্থনীতি

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২২:১১, ১০ ফেব্রুয়ারি ২০২৫

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে স্বর্ণের এত দাম আগে কখনো হয়নি।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

এর আগে গত ২ ও ৬ ফেব্রুয়ারি এবং ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়। ৫ দিনের ব্যবধানে এখন আবার দাম বাড়ানো হলো।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা। এর আগে কখনো স্বর্ণের এত দাম হয়নি। এতদিন ভালো মানের এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা। ৬ ফেব্রুয়ারি থেকে আজ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই দামে স্বর্ণের বিক্রি হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

ভালো মনের সোনার রেকর্ড দাম হওয়ার পাশাপাশি বাড়ানো হয়েছে অন্যান্য সোনার দামও। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯০২ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৩ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ২২ হাজার ৫৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৮৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে এই প্রথম সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ টাকা ছাড়িয়ে গেলো।

এর আগে ৬ ফেব্রুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯২৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৪১ হাজার ৯৯ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার ৯৪৪ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৩ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ৫২৯ টাকা নির্ধারণ করা হয়। সোমবার পর্যন্ত এ দামেই সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে।

ইউ

নিয়োগ স্থগিত হওয়া প্রাথমিক শিক্ষকদের শাহবাগে অবস্থান

শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ

‘পরী’ চান শেখ সাদী, স্পষ্ট করলেন পরীমণি

রাণীশংকৈলে আবাসিক হোটেল এর উদ্বোধন

লালন স্মরণোৎসব বন্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ ও তীব্র নিন্দা

সাদপন্থিদের ইজতেমা শুরু শুক্রবার, মাঠে মুসল্লিদের সমাগম

সাদপন্থিদের ইজতেমা শুরু শুক্রবার, মাঠে মুসল্লিদের সমাগম

প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন

দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১৪৫ বাংলাদেশি

ছাত্রদের নতুন দলের সম্ভাব্য আহ্বায়ক নাহিদ

শবে বরাতে করণীয় ও বর্জনীয়

হয় আমরা থাকব, না হয় আ.লীগ থাকবে: হাসনাত আব্দুল্লাহ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি ট্রাম্প-পুতিন

দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

পীরগঞ্জের সব খবর