ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ০৭ জানুয়ারি ২০২৫

English

অর্থনীতি

বিদায়ী বছরে পদ্মা সেতু থেকে আয় ৮৩৮ কোটি

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১০:৩৬, ৬ জানুয়ারি ২০২৫

বিদায়ী বছরে পদ্মা সেতু থেকে আয় ৮৩৮ কোটি

সংগৃহীত ছবি

সদ্য বিদায়ী ২০২৪ সালে পদ্মা সেতু থেকে ৮৩৮.৫৬ কোটি টাকার টোল আদায় হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


এতে পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বলেন, ৬৭ লাখ ৩৬ হাজার ৪৭৮টি যানবাহন থেকে এই টোল আদায় করা হয়েছে।


তিনি বলেন, ২০২২ সালের ২৫ জুন যান চলাচলের জন্য ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুটি খোলার পর থেকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) ১ কোটি ৫৮ লাখ ৮ হাজার ৯৬৮টি যানবাহন থেকে মোট ২ হাজার ৬১ কোটি ৯৭ লাখ টাকা আয় করেছে।


জানা গেছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) এ পর্যন্ত মেগা প্রকল্প নির্মাণের জন্য সরকার কর্তৃক প্রদত্ত ঋণ পরিশোধের জন্য ১০ কিস্তিতে ১ হাজার ৫৭৭ কোটি ১৬ লাখ টাকা অর্থ বিভাগকে পরিশোধ করেছে। সেতু বিভাগ ২০২৩ সালের ৫ এপ্রিল রাজস্ব থেকে পদ্মা সেতু নির্মাণের জন্য ঋণ হিসাবে নেওয়া ঋণ পরিশোধ করা শুরু করে।


এ বিষয়ে পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বলেন, আমরা সাধারণত সরকারকে প্রতি অর্থবছরে চারটি কিস্তি প্রদান করি এবং প্রতি কিস্তিতে ১৫৭ কোটি ৭১ কোটি টাকা দেওয়া হয়।


বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুসারে, ২০২৪ সালের ১৪ জুন একদিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ, যখন রেকর্ড সংখ্যক ৪৪ হাজার ৩৩টি যানবাহন সেতুটি অতিক্রম করেছিল।


প্রসঙ্গত, বিশ্বব্যাংক ও অন্যান্য বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন থেকে সরে যাওয়ার প্রেক্ষাপটে সরকার নিজস্ব অর্থায়নে মোট ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণ করেছে। এই অর্থের মধ্যে সরকার ৩০০ কোটি টাকা অনুদান দিয়েছে এবং বাকি ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা এক শতাংশ সুদে ঋণ হিসেবে দেওয়া হয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ(বিবিএ)-কে।


২০১৯ সালের ২৯ আগস্ট অর্থ বিভাগের সঙ্গে চুক্তি অনুসারে, বিবিএ ৩৫ বছরের মধ্যে ১৪০ টি কিস্তিতে এই ঋণ পরিশোধ করবে। পরিশোধের সময়সূচি অনুযায়ী, প্রতি অর্থবছরে সর্বনিম্ন ৬৩৪ কোটি টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ৪৭৫ কোটি টাকা দিতে হবে।

//এল//

টিউলিপের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে  বিএফআইইউর চিঠি

স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের ২২ ফ্ল্যাট, বাড়ি ও জমি জব্দের নির্দেশ

স্টলভাড়া কমানোর দাবি প্রকাশকদের

পোস্টারে ‘জুলাই অভ্যুত্থান’ প্রদর্শনীর উদ্বোধন 

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

বিমানবন্দরের পথে খালেদা জিয়া

সাঁওতাল নারী লাঞ্ছনা ও বাড়িত অগ্নিকান্ড: শাস্তি দাবি ৪৭ নাগরিকের

‘নকশীকাঁথার জমিন’ এর বিশেষ প্রদর্শনী

শিল্প খাতে গ্যাসের দাম দেড়গুণ বাড়তে পারে

অধ্যাপক আনিসুর রহমানের প্রয়াণে শিল্পকলার শোক 

দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক গণতন্ত্রীকরণের উপর গুরুত্বারোপ

নতুন বই নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা

ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় প্রাণহানি ৫