ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০১ জানুয়ারি ২০২৫

English

অর্থনীতি

আরেক দফা কমল স্বর্ণের দাম

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩, ২৯ ডিসেম্বর ২০২৪

আরেক দফা কমল স্বর্ণের দাম

ফাইল ছবি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা নির্ধারণ করেছে। সোমবার (৩০ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। তবে স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, গত ২৩ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম কমায় বাজুস। সে সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৪৮ টাকা কমিয়ে ১ লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৬০৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা গত ২৪ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছিল।

তবে স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৫৭৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হচ্ছে।

ইউ

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট: ২০২৫ সালের সম্ভাব্য চিত্র

চলতি মাসে শীত কেমন পড়বে, জানাল আবহাওয়া অফিস

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি 

তামাক কোম্পানির ছেলে ভোলানো গল্প ও বাস্তবতা

দুই অধিদপ্তরে নতুন মহাপরিচালক

২০০ ঘটনায় ৬ মানবাধিকার লঙ্ঘনের শিকার হাজার ৫৫ জুম্ম জনগণ

ডিএমপির ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

‘শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকবে

যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, প্রাণহানি ১০

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো ডিসেম্বরে

প্রতিবেদনে সন্তুষ্ট সরকার, শতভাগ নিশ্চিত হতে নমুনা পরীক্ষা বিদেশে

সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না: সেনাপ্রধান

বর্ষবরণের সময় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নতুন বছরে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ : নেয়া যেতে পারে যেসব পদক্ষেপ

পাঠ্যবই ছাপাটা এবার যুদ্ধের মতো, কবে সব দিতে পারবো জানি না