সংগৃহীত ছবি
সেনাকল্যাণসংস্থার অঙ্গ প্রতিষ্ঠান সেনাকল্যান কনস্ট্রাকশনস্ এন্ড ডেভেলপমেন্টসলিঃ (এসকেসিডি) জুন ২০০৯ হতে আবাসন ব্যবসায় জড়িত। সেনাবাহিনী থেকে প্রেষণে নিয়োজিত ও অবসরপ্রাপ্ত অফিসারদের সরাসরি তত্ত্বাবধানে এসকেসিডি’র ফ্ল্যাট সমূহ নির্মান করা হয়। নির্মাণ কাজে উচ্চতর গুণগত মান বজায় রাখার মাধ্যমে এসকেসিডি সনদ অর্জনে সক্ষমহয়েছে।
এসকেসিডিবর্তমানেঢাকাক্যান্টনমেন্ট, বারিধারা ডিওএইচএস, বসুন্ধরা আবাসিক এলাকা, জলসিড়ি, ধানমন্ডি, মালিবাগসহ রাজধানী ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান এবং চট্টগ্রামের মেহেদীবাগে আবাসিক ও কর্মার্শিয়াল ফ্ল্যাট তৈরী ও বিক্রয় করছে।
এরই পরিপ্রেক্ষিতে সেনাকল্যান সংস্থা (এসকেএস)’র চেয়ারম্যান মেজর জেনারেল মোঃহাবীবউল্লাহ, সোমবার বিসিসিআই-এ অনুষ্ঠিতব্য রিহ্যাব ফেয়ারে সেনাকল্যান কনস্ট্রাকশনস্ এন্ড ডেভেলপমেন্টস লিঃ (এসকেসিডি) এর কো-স্পন্সর স্টল নং ২০ উদ্বোধন করেন।
//এল//