ছবি: উইমেনআই২৪ ডটকম
নারীর ক্ষমতায়নে ২৫ টি পোশাক কারখানা পেলো ইউ এস এ আই ডি, পি ভি এইচ এবং কেয়ার বাংলাদেশের থ্রাইভ চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) লা মেরিডিয়ান ঢাকাতে “ব্যক্তিগত উন্নয়ন ও পেশাগত উৎকর্ষ” প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় মোট ৯ টি ক্যাটাগরিতে ২৫ টি পিভিএইচ সাপ্লাই চেইন কারখানাকে "থ্রাইভ চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড" প্রদান করা হয়।
এছাড়া গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ড পিভিএইচের সাপ্লাই চেইনভুক্ত ফ্যাক্টরির কর্মকর্তাদের অংশগ্রহণে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীরা পোশাক খাতে নারী কর্মীদের ব্যক্তিগত উন্নয়ন ও পেশাগত উৎকর্ষ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা ও বেস্ট প্র্যাকটিস শেয়ার করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএসএআইডির ডেমোক্রেসি, হিউম্যান রাইটস্ অ্যান্ড গভর্ন্যান্স অফিসের উপ-পরিচালক ব্লেয়ার কিং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিভিএইচ বাংলাদেশের সিনিয়র পরিচালক এবং কান্ট্রি ম্যানেজার নাজীব সাঈদ, কেয়ার বাংলাদেশের প্রধান রাম দাশ। স্বাগত বক্তব্য দেন ইউএসএআইডি’স উইমেন থ্রাইভ ইন বাংলাদেশ প্রকল্পের চিফ অব পার্টি আমানুর রহমান।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএআইডির প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সাজ্জাদ কামাল, পিভিএইচ কর্পোরেশনের কর্পোরেট রেসপন্সিবিলিটি ম্যানেজার বুশরা বিনতে বাতেন।
অনুষ্ঠানে পি ভি এইচ সাপ্লাই চেইন কারখানা, কেয়ার বাংলাদেশ এবং সহযোগী সংস্থার সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কেয়ার বাংলাদেশ বাস্তবায়িত, ইউএসএআইডি’স উইমেন থ্রাইভ ইন বাংলাদেশ প্রকল্প পিভিএইচের
সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে তৈরি পোশাক কারখানায় কর্মরত নারী কর্মীদের পেশাগত উন্নয়ন এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক ও লৈঙ্গিক বাধা অতিক্রম করতে সহযোগিতা করছে।
এ প্রকল্পের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে গার্মেন্টস কারখানায় কর্মরত ও কমিউনিটির প্রায় ১ লাখের অধিক নারীকে পেশাগত এবং জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা।
ইউ